জামালপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

2 hours ago 5
জামালপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে সদর থানার পুলিশ। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে শহরের পাঁচ রাস্তার কাছে তার কর্মস্থল এডোনিস সেলুন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ওই নেতার নাম শামীম আহমেদ। তিনি জামালপুর পৌর শহরের ৭নং ওয়ার্ড শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি। শামীম আহমেদ ওই সেলুনের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন। জামালপুর সদর থানার ওসি আবু ফয়সাল মো. আতিক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কালবেলাকে জানান, ছাত্রজনতার ওপর হামলা ও নাশকতার ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে সাবেক ছাত্রলীগ নেতা শামীমকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল (শুক্রবার) সকালে তাকে আদালতে পাঠানো হবে।
Read Entire Article