জামায়াত কারো চক্ষু রাঙানি পরোয়া করে না: রফিকুল ইসলাম

14 hours ago 5

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেছেন, জামায়াত কারো চক্ষু রাঙানি পরোয়া করে না। এ দলে চাঁদাবাজ-সন্ত্রাসের কোনো সুযোগ নেই।

শনিবার (৫ এপ্রিল) দুপুরে নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জামায়াতের ওয়ার্ড সভাপতি সম্মেলনে তিনি এসব কথা বলন।

রফিকুল ইসলাম খান বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি সুবিধা পাবেন নারীরা। অমুসলিমরা সমান নাগরিক সুবিধা ও ধর্মীয় স্বাধীনতা ভোগ করবে।

jagonews24

তিনি বলেন, ৩০০ আসনে জামায়াত প্রার্থী ঘোষণা করলেও আগামী নির্বাচনে ইসলাম পন্থিদের ঐক্যের জন্য সর্বোচ্চ ছাড় দিতে প্রস্তুত।

জেলা জামায়াতের আমির খ ম আব্দুর রাকিবের সভাপতিত্বে সম্মেলনে দলের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম, বগুড়া অঞ্চল টিম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী মহানগর জামায়াতের সাবেক আমির প্রফেসর আবুল হাসেম, রাজশাহী অঞ্চল টিম সদস্য আমিনুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী অঞ্চল পরিচালক আব্দুস সবুর, জেলা জামায়াতের সেক্রেটারি আ স ম সায়েম, নায়েবে আমির ইঞ্জিনিয়ার এনামুল হক, মহিউদ্দিন, সহকারী সেক্রেটারি অধ্যাপক নাসির উদ্দিন, মারুফ আহমেদ, কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাহবুবুল আলম ও জেলা জামায়াতের শুরা সদস্য খবিরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

আরমান হোসেন রুমন/আরএইচ/জেআইএম

Read Entire Article