জামায়াত জোটে যোগ দেয়ার বিষয় পরিস্কার করলেন মান্না

জাতীয় সংসদ নির্বাচনের ভোটযাত্রা শুরু হয়েছে। আনুষ্ঠানিক প্রচারণা চলতে শুরু করেছে মাত্র কয়েকদিন আগে। তবে নির্বাচনী জোটের সমীকরণ নিয়ে রাজনৈতিক মহলে এখনো নানা আলোচনা চলছে। এই প্রেক্ষাপটে সম্প্রতি সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যমে গুঞ্জন উঠেছে যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না জামায়াত নেতৃত্বাধীন জোটে যোগ দিতে যাচ্ছেন। গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, বিএনপি জোট ছাড়ার ঘোষণা দেয়া নাগরিক ঐক্য জামায়াত জোটে যুক্ত হলে, এটি ১২ দলীয় জোটে রূপ নেবে। উল্লেখ করা হয়, মান্না ও জামায়াত জোটের একাধিক নেতার মধ্যে যোগাযোগ চলছে এবং দুই-এক দিনের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। বিশেষ করে মান্না বগুড়া-২ ও ঢাকা-১৮ আসন থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন। তবে এই গুঞ্জনের বিষয়ে একটি গণমাধ্যমের সঙ্গে আলাপে মাহমুদুর রহমান মান্না স্পষ্ট জানিয়েছেন, “জামায়াতে ইসলামীর সঙ্গে জোটে যাওয়ার বিষয়ে কোনো আলোচনা হয়নি। আমি নাগরিক ঐক্যের পক্ষ থেকে আমার এলাকায় ভোটের কাজ করছি। এখানে আমার প্রতিদ্বন্দ্বী হলো জামায়াত।” তিনি আরও উল্লেখ করেছেন, ভোটের সময় রিউমার ছড়ানো স্বাভাবিক। তিনি বলেন, “এ ধরনের গুজবগুলো কিছুই নয়।” প্রসঙ্গত, বগুড়া-২ আসনে

জামায়াত জোটে যোগ দেয়ার বিষয় পরিস্কার করলেন মান্না

জাতীয় সংসদ নির্বাচনের ভোটযাত্রা শুরু হয়েছে। আনুষ্ঠানিক প্রচারণা চলতে শুরু করেছে মাত্র কয়েকদিন আগে। তবে নির্বাচনী জোটের সমীকরণ নিয়ে রাজনৈতিক মহলে এখনো নানা আলোচনা চলছে। এই প্রেক্ষাপটে সম্প্রতি সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যমে গুঞ্জন উঠেছে যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না জামায়াত নেতৃত্বাধীন জোটে যোগ দিতে যাচ্ছেন।

গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, বিএনপি জোট ছাড়ার ঘোষণা দেয়া নাগরিক ঐক্য জামায়াত জোটে যুক্ত হলে, এটি ১২ দলীয় জোটে রূপ নেবে। উল্লেখ করা হয়, মান্না ও জামায়াত জোটের একাধিক নেতার মধ্যে যোগাযোগ চলছে এবং দুই-এক দিনের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। বিশেষ করে মান্না বগুড়া-২ ও ঢাকা-১৮ আসন থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন।

তবে এই গুঞ্জনের বিষয়ে একটি গণমাধ্যমের সঙ্গে আলাপে মাহমুদুর রহমান মান্না স্পষ্ট জানিয়েছেন, “জামায়াতে ইসলামীর সঙ্গে জোটে যাওয়ার বিষয়ে কোনো আলোচনা হয়নি। আমি নাগরিক ঐক্যের পক্ষ থেকে আমার এলাকায় ভোটের কাজ করছি। এখানে আমার প্রতিদ্বন্দ্বী হলো জামায়াত।”

তিনি আরও উল্লেখ করেছেন, ভোটের সময় রিউমার ছড়ানো স্বাভাবিক। তিনি বলেন, “এ ধরনের গুজবগুলো কিছুই নয়।”

প্রসঙ্গত, বগুড়া-২ আসনে মান্নার প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী অধ্যক্ষ শাহাদাতুজ্জামান, আর ঢাকা-১৮ আসনে জামায়াতের জোট সঙ্গী এনসিপির নেতা আরিফুল ইসলাম আদীব। এর আগে, গত বুধবার আসন সমঝোতা না হওয়ায় নাগরিক ঐক্য বিএনপির জোট থেকে সরে আসার ঘোষণা দিয়েছিল।

এভাবে নির্বাচনের আগ মুহূর্তে জোট নিয়ে গুঞ্জন ও স্পষ্টিকরণ সামনে এসেছে, যা ভোটারদের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনার কাজ করতে পারে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow