জামায়াত নেতার বিরুদ্ধে ওসির চাঁদাবাজির মামলা

3 hours ago 4

সদ্য বহিষ্কৃত ফেনী জামায়াতের নেতা জাকির হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে। এ মামলায় আসামি করা হয়েছে তার ছোট ভাই আমির হোসেনকেও।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা এ মামলা করেন। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে মামলার বাদী নিজেই এ তথ্য জানান।

জাকির হোসেন ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের গজারিয়া গ্রামের জহির আহমেদের ছেলে। দীর্ঘদিন তিনি পরিবার নিয়ে শহরের পাঠান বাড়ি এলাকায় বসবাস করছেন। তিনি ফেনী জামায়াতের রোকন ছিলেন।

মামলার এজাহারে বলা হয়, আসামি জাকির হোসেন আমার (ওসির) নাম ব্যবহার করে ফেনী আলিয়া মাদরাসার অধ্যক্ষ মাহমুদুল হাসানের নাম মামলার চার্জশিট থেকে বাদ দিতে চাঁদা দাবি ও পরে তা গ্রহণ করেন। এ সংক্রান্ত একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

যেখানে শোনা যায়, প্রিন্সিপাল মাহমুদুল হাসানকে মামলার চার্জশিট থেকে বাদ দিতে ২ লাখ টাকা জাকির হোসেন গ্রহণ করেন। আরেক দফায় ১ লাখ টাকা গ্রহণ করেন মামলার অন্য আসামি আমির হোসেন।

এজাহারে বলা হয়, আসামিরা ওসির নাম ভাঙিয়ে প্রতারণা করে চাঁদার টাকা আদায় করে অপরাধ করেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও ফেনী মডেল থানার উপ-পরিদর্শক মো. মোতাহের হোসেন বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এর আগে, ৯ ফেব্রুয়ারি রাতে জাকিরের তিন লাখ টাকা চাঁদা দাবির ২ মিনিট ২৭ সেকেন্ডের একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তারপর থেকে জেলাজুড়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।

এ ঘটনায় পরেরদিন (সোমবার) জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক আ.ন.ম. আবদুর রহিম সই করা এক বিজ্ঞপ্তিতে জাকিরকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।

আবদুল্লাহ আল-মামুন/জেডএইচ/জেআইএম

Read Entire Article