জামায়াত নেতৃত্বাধীন জোটে যুক্ত হচ্ছে আরও একটি নতুন দল
ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে জামায়াত নেতৃত্বাধীন জোটে যোগ দিচ্ছে লেবার পার্টি। এর ফলে জোটটি আবারও ১১ দলীয় রূপ পাচ্ছে। এর আগে ১১ দলীয় জোটের ঘোষণা দেওয়া হলেও আসন সমঝোতা চূড়ান্ত না হওয়ায় প্রার্থিতা প্রত্যাহারের শেষ মুহূর্তে ইসলামী আন্দোলন আনুষ্ঠানিকভাবে জোটে যুক্ত না হলে সেটি ১০ দলে সীমিত হয়ে পড়ে। শনিবার (২৪ জানুয়ারি) লেবার পার্টি যুক্ত হলে জোটটি পুনরায় ১১ দলীয় হবে। গত শুক্রবার (২৩ জানুয়ারি) কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার লেমশীখালী ইউনিয়নে আয়োজিত এক পথসভায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, বর্তমানে গোটা জাতি দুইটি ধারায় বিভক্ত। একদিকে রয়েছে বাংলাদেশের ১১টি নিবন্ধিত রাজনৈতিক দল। তিনি বলেন, অনেকে প্রশ্ন করতে পারেন—এখন তো ১০ দল। তবে তিনি আগাম ঘোষণা দিয়ে বলেন, আগামীকাল আরও একটি দল জোটে যুক্ত হবে। সে কারণেই তাদের ঐক্য ১১ দলীয়। যদিও বক্তব্যে তিনি সরাসরি কোনো দলের নাম উল্লেখ করেননি, তবে জানা গেছে মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বাধীন লেবার পার্টিই জামায়াত নেতৃত্বাধীন এই জোটে যোগ দিতে যাচ্ছে। বিএনপির যুগপৎ আন্দোলনে দলটির দীর্ঘদিনের মিত্র ছিল লেবার পার্টি। কিন্তু নির্
ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে জামায়াত নেতৃত্বাধীন জোটে যোগ দিচ্ছে লেবার পার্টি। এর ফলে জোটটি আবারও ১১ দলীয় রূপ পাচ্ছে। এর আগে ১১ দলীয় জোটের ঘোষণা দেওয়া হলেও আসন সমঝোতা চূড়ান্ত না হওয়ায় প্রার্থিতা প্রত্যাহারের শেষ মুহূর্তে ইসলামী আন্দোলন আনুষ্ঠানিকভাবে জোটে যুক্ত না হলে সেটি ১০ দলে সীমিত হয়ে পড়ে।
শনিবার (২৪ জানুয়ারি) লেবার পার্টি যুক্ত হলে জোটটি পুনরায় ১১ দলীয় হবে।
গত শুক্রবার (২৩ জানুয়ারি) কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার লেমশীখালী ইউনিয়নে আয়োজিত এক পথসভায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, বর্তমানে গোটা জাতি দুইটি ধারায় বিভক্ত। একদিকে রয়েছে বাংলাদেশের ১১টি নিবন্ধিত রাজনৈতিক দল। তিনি বলেন, অনেকে প্রশ্ন করতে পারেন—এখন তো ১০ দল। তবে তিনি আগাম ঘোষণা দিয়ে বলেন, আগামীকাল আরও একটি দল জোটে যুক্ত হবে। সে কারণেই তাদের ঐক্য ১১ দলীয়।
যদিও বক্তব্যে তিনি সরাসরি কোনো দলের নাম উল্লেখ করেননি, তবে জানা গেছে মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বাধীন লেবার পার্টিই জামায়াত নেতৃত্বাধীন এই জোটে যোগ দিতে যাচ্ছে।
বিএনপির যুগপৎ আন্দোলনে দলটির দীর্ঘদিনের মিত্র ছিল লেবার পার্টি। কিন্তু নির্বাচনে প্রত্যাশিত আসন ছাড় না পাওয়ায় আগেই বিএনপির সঙ্গ ছাড়ার কথা জানিয়েছিল দলটি। এবার তারা জামায়াতের সঙ্গে জোট বাঁধতেছে।
What's Your Reaction?