জামায়াত বৈষম্যমুক্ত দেশ গড়তে চায়
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেন, জামায়াত প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না, তবে অন্যায়কারীদের শাস্তি নিশ্চিত করতে বদ্ধপরিকর। জামায়াতে ইসলামী বিভাজনমুক্ত ও বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গড়তে চায়। তিনি আরও বলেন, যারা ৩টি জাতীয় নির্বাচনে জাতিকে ভোট দিতে দেয়নি, তাদের আগামী ৩টি জাতীয় নির্বাচনে জনগণ ভোট দিতে দেবে না। গতকাল পৃথক দুটি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা জামায়াতে ইসলামীর নবনির্বাচিত আমির অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, আফতাব উদ্দীন মোল্লা, আনোয়ারুল ইসলাম প্রমুখ।