গত বছর থেকেই জামায়াত-শিবির ২৪ দিয়ে ৭১ ঢাকার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক অনিক রায়।
তিনি বলেন, শিবির তাদের অসংখ্য বটবাহিনী দিয়ে ফেসবুকজুড়ে এক ধরনের বিভ্রান্তি তৈরির চেষ্টা করেছিল। ভেবেছিল, এভাবেই হয়তো দায়মুক্তি পাওয়া যাবে। কিন্তু তারা ভুলে গিয়েছিল- বাংলাদেশে যত রাজাকার পরিবারের সদস্য আছে, তার বহুগুণ বেশি রয়েছে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবার।
মঙ্গলবার (৫ আগস্ট) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে তিনি এসব কথা বলেন।
- আরও পড়ুন
বাম-শিবির মুখোমুখি স্লোগানে উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়
নিজামী-সাঈদীদের ছবি টানিয়ে শিবির স্বাধীনতাকে অপদস্থ করেছে
অনিক বলেন, বাংলাদেশে মুক্তিযুদ্ধকে বাঁচিয়ে রাখতে আওয়ামী লীগের দরকার হয় না। দেশের জনগণই মুক্তিযুদ্ধের রক্ষক। কারণ মুক্তিযুদ্ধ এই দেশের সব মানুষের, কোনো দলের একার সম্পদ নয়।
টিএসসির ঘটনা উল্লেখ করে তিনি বলেন, আজকের ঘটনাটি জামায়াত-শিবিরের জন্য বড় একটি শিক্ষা হওয়া উচিত। ক্যাম্পাসের সব সক্রিয় সংগঠন একদিকে, আর তারা একা। যতদিন তারা ৭১-এর গণহত্যার দায় স্বীকার করে অনুশোচনা না করবে এবং যুদ্ধাপরাধীদের বন্দনা বন্ধ না করবে, ততদিন তারা এদেশে একঘরে হিসেবেই থাকবে।
এমএইচএ/কেএসআর