জামায়াতে ইসলামীকে ডাকসু নেতার অনুরোধ

আগামী ৩ জানুয়ারি কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওই দিন দুপুর ২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত একযোগে এ পরীক্ষা নেওয়া হবে, যেখানে হাজার হাজার শিক্ষার্থী অংশ নেবেন। এদিকে, একই দিন দুপুর ১২টায় রাজধানীতে মহাসমাবেশের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী। এতে শহরজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়ে ভর্তি পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছানো ব্যাহত হতে পারে—এমন আশঙ্কা প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। এ প্রসঙ্গে জামায়াতে ইসলামীর প্রতি একটি খোলা চিঠি দিয়েছেন তিনি। চিঠিতে মুসাদ্দিক আলী উল্লেখ করেছেন, রাজনৈতিক কর্মসূচির কারণে সৃষ্ট যানজট শিক্ষার্থীদের ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলতে পারে। তিনি বলেন, আজ আমরা দেখেছি, রাজনৈতিক যানজটের কারণে ঢাবির ‘এ’ ইউনিটে অসংখ্য শিক্ষার্থীদের স্বপ্ন মুকুলেই ঝরে গিয়েছে।  খোলা চিঠিতে তিনি জামায়াতে ইসলামীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, শিক্ষার্থীদের স্বপ্নভঙ্গের কারণ না হয়ে স্বপ্ন গড়ার সহযোগী হতে হবে। লক্ষাধিক শিক্ষার্থী

জামায়াতে ইসলামীকে ডাকসু নেতার অনুরোধ
আগামী ৩ জানুয়ারি কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওই দিন দুপুর ২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত একযোগে এ পরীক্ষা নেওয়া হবে, যেখানে হাজার হাজার শিক্ষার্থী অংশ নেবেন। এদিকে, একই দিন দুপুর ১২টায় রাজধানীতে মহাসমাবেশের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী। এতে শহরজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়ে ভর্তি পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছানো ব্যাহত হতে পারে—এমন আশঙ্কা প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। এ প্রসঙ্গে জামায়াতে ইসলামীর প্রতি একটি খোলা চিঠি দিয়েছেন তিনি। চিঠিতে মুসাদ্দিক আলী উল্লেখ করেছেন, রাজনৈতিক কর্মসূচির কারণে সৃষ্ট যানজট শিক্ষার্থীদের ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলতে পারে। তিনি বলেন, আজ আমরা দেখেছি, রাজনৈতিক যানজটের কারণে ঢাবির ‘এ’ ইউনিটে অসংখ্য শিক্ষার্থীদের স্বপ্ন মুকুলেই ঝরে গিয়েছে।  খোলা চিঠিতে তিনি জামায়াতে ইসলামীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, শিক্ষার্থীদের স্বপ্নভঙ্গের কারণ না হয়ে স্বপ্ন গড়ার সহযোগী হতে হবে। লক্ষাধিক শিক্ষার্থীর স্বার্থ বিবেচনায় নিয়ে ৩ জানুয়ারির মহাসমাবেশের সময়সূচি পুনর্বিবেচনা ও পরিবর্তনের অনুরোধ জানান তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow