জামায়াতের আন্দোলন মানেই শান্তি ও সুশৃঙ্খল : মাওলানা বিল্লাল

2 hours ago 5
জামায়াতের ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শূরার সদস্য ও চাঁদপুরের জেলা আমির মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী বলেছেন, জামায়াতে ইসলামীর আন্দোলন মানেই শান্তি ও সুশৃঙ্খল। বাংলাদেশের স্বাধীনতা, ইসলাম ও গণতন্ত্র রক্ষায় সবসময় শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমেই জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে জামায়াত। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রাখবে। সোমবার (২৭ অক্টোবর) বিকেলে চাঁদপুর বাইতুল আমিন জামে মসজিদ চত্বরে জুলাই সনদ বাস্তবায়নে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন এবং নভেম্বরে গণভোট অনুষ্ঠানসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশে এসব কথা বলেন তিনি। মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী বলেন, আগামী জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি চালু করা; অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা; ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন দেশের জনগণের ন্যায্য দাবি। নভেম্বরের মধ্যে গণভোটের মাধ্যমে জনগণের মতামত গ্রহণ করে এ সনদকে আইনি ভিত্তি দিতে হবে। চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারি ও সদর-হাইমচর আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়ার পরিচালনায় আরও বক্তব্য রাখেন- জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, সহকারী সেক্রেটারি অধ্যাপক আবুল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন শহর জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খান, সদরের আমির মাওলানা আফসার উদ্দিন মিয়াজী, শহর শাখা ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম।
Read Entire Article