জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, নির্বাচনে অংশ নেওয়া অনেক প্রার্থী বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন, কিন্তু দেশের মানুষকে ধোঁকা দেওয়া সম্ভব নয়।   তিনি বলেন, মানুষ খুব শিক্ষিত না হলেও একেরারে বোকা নয়—কাউকে সহজে ভুল পথে নেওয়া যাবে না। বলতে খারাপ শোনালেও, আপনাদের ঔষধ হলো আওয়ামী লীগ। বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর সিদ্ধেশ্বরীতে এক মেডিকেল ক্যাম্পের অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন। তিনি বলেন, কিছু প্রার্থী ধর্মীয় আবেগ উসকে দিয়ে ভোট চাইছেন—ভোট দিলে জান্নাত, না দিলে জাহান্নাম। তিনি অভিযোগ করে বলেন, যারা একসময় বাংলাদেশের পক্ষে ছিল না, তারাই এখন ভোট চাইতে মাঠে নেমেছে, আর এ কারণেই তাদের কণ্ঠস্বর উঁচু হয়ে উঠেছে।  মির্জা আব্বাস বলেন, আওয়ামী লীগের মতো করতে পারব না—এই কারণেই তারা মাথাচাড়া দিয়ে উঠেছে। বলতে খারাপ শোনালেও, আপনাদের ঔষধ হলো আওয়ামী লীগ। জামায়াতকে ‘ধর্ম বিকৃতকারী ও অসভ্য দল’ হিসেবে আখ্যা দিয়ে তিনি বলেন, ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা কখনো সফল হবে না। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সবার কাছে দো

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, নির্বাচনে অংশ নেওয়া অনেক প্রার্থী বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন, কিন্তু দেশের মানুষকে ধোঁকা দেওয়া সম্ভব নয়।  

তিনি বলেন, মানুষ খুব শিক্ষিত না হলেও একেরারে বোকা নয়—কাউকে সহজে ভুল পথে নেওয়া যাবে না। বলতে খারাপ শোনালেও, আপনাদের ঔষধ হলো আওয়ামী লীগ।

বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর সিদ্ধেশ্বরীতে এক মেডিকেল ক্যাম্পের অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।

তিনি বলেন, কিছু প্রার্থী ধর্মীয় আবেগ উসকে দিয়ে ভোট চাইছেন—ভোট দিলে জান্নাত, না দিলে জাহান্নাম। তিনি অভিযোগ করে বলেন, যারা একসময় বাংলাদেশের পক্ষে ছিল না, তারাই এখন ভোট চাইতে মাঠে নেমেছে, আর এ কারণেই তাদের কণ্ঠস্বর উঁচু হয়ে উঠেছে। 

মির্জা আব্বাস বলেন, আওয়ামী লীগের মতো করতে পারব না—এই কারণেই তারা মাথাচাড়া দিয়ে উঠেছে। বলতে খারাপ শোনালেও, আপনাদের ঔষধ হলো আওয়ামী লীগ।

জামায়াতকে ‘ধর্ম বিকৃতকারী ও অসভ্য দল’ হিসেবে আখ্যা দিয়ে তিনি বলেন, ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা কখনো সফল হবে না।

অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow