জামায়াতের নিবন্ধন বাতিল শুনানির জন্য পুনরায় আবেদন করা হবে

1 month ago 9

জামায়াতের নিবন্ধন বাতিলের বিরুদ্ধে দায়ের করা আপিলের শুনানির জন্য পুনরায় আবেদন করা হবে বলে জানিয়েছেন জামায়াতের আইনজীবী মুহাম্মদ শিশির মনির।

বুধবার (২৮ আগস্ট) দুপুরে সাংবাদিকদের এমন তথ্য জানান সুপ্রিম কোর্টের আইনজীবী মুহাম্মদ শিশির মনির।

এছাড়া জামায়াত নিষিদ্ধের আদেশ সংক্রান্ত প্রত্যাহারের প্রজ্ঞাপন আজকে হচ্ছে বলেও জানান আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

এ সময় তিনি বলেন, জামায়াতে ইসলামী বাংলাদেশ ও ইসলামী ছাত্রশিবির নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে প্রজ্ঞাপন জারি করেছিল তা আজই প্রত্যাহার হচ্ছে।

জামায়াতে ইসলামী ও ছাত্র শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিল করেছে সরকার। আজকেই প্রজ্ঞাপন জারি হবে। এর ফলে জামায়াতে ইসলামীর রাজনীতিতে আর বাধা থাকবে না।

এফএইচ/এসএনআর/এএসএম

Read Entire Article