জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি এটিএম মা’ছুম

6 months ago 41
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করবেন মাওলানা এটিএম মা’ছুম। বুধবার (৭ মে) জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার দুপুর ১টার দিকে পবিত্র হজ্জ পালনের লক্ষ্যে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার স্ত্রীসহ সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার পবিত্র হজ্জ পালন শেষে আগামী ১১ জুন সকালে দেশে ফিরবেন, ইনশাআল্লাহ। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এই সময়ের জন্য সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করবেন।
Read Entire Article