জামিনে বের হয়ে ফের কারা ফটকে গ্রেফতার সাবেক মেয়র

3 months ago 20

জামিনে বের হয়ে কারা ফটকেই ফের গ্রেফতার হলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. মোখলেসুর রহমান।

সোমবার (২৬ মে) জেলা কারাগারের সামনে থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে সদর মডেল থানায় নিয়ে যাওয়া হয়।

এর আগে কারাগারে থাকা অবস্থায় রোববার (২৫ মে) আদালতের মালখানায় ভাঙচুর ও লুটপাটের মামলায় জামিন পান তিনি। মোখলেসুর রহমান জেলা আওয়ামী লীগের সদস্য।

এর আগে ৬ মে ভোরে ঢাকার হাতিরঝিল থেকে মোখলেসুর রহমানকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। পরে তাকে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

৫ আগস্ট গণঅভ্যুত্থানের দিন আদালতের মালখানা ভাঙচুর ও লুটপাটের মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। এ মামলায় সাতদিনের রিমান্ডেও ছিলেন তিনি।

চাঁপাইনবাবগঞ্জ জেল সুপার মো. আমজাদ হোসেন বলেন, আদালতের জামিনের আদেশ পাওয়ার পর সেটি পরীক্ষা করে সোমবার সকালে মোখলেসুর রহমানকে ছেড়ে দেওয়া হয়। পরে জেলগেট থেকে পুলিশের একটি দল তাকে নিয়ে যায়।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান জানান, আরও একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সোহান মাহমুদ/জেডএইচ/এমএস

Read Entire Article