জামিনে মুক্ত জুলাইযোদ্ধা সুরভী, তদন্ত কর্মকর্তাকে শোকজ

জামিনে মুক্তি পেয়েছেন ‘জুলাইযোদ্ধা’ হিসেবে পরিচিত তাহরিমা জান্নাত সুরভী। আজ সোমবার (৫ জানুয়ারি) রাত সোয়া ৮টার দিকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে তিনি মুক্ত হন। এর আগে সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে গাজীপুর জেলা জজ আদালত-১–এর অতিরিক্ত জেলা দায়রা জজ অমিত কুমার দে সুরভীর জামিন আবেদন মঞ্জুর করেন। এরও আগে একই দিন দুপুর ১টার দিকে গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২–এর বিচারক সৈয়দ ফজলুল মহাদি সুরভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই আদেশের পর আদালতপাড়ায় ‘ছাত্র-শ্রমিক-জনতা’ ব্যানারে বিক্ষোভ শুরু হয়। রিমান্ড আদেশের পর গারদখানা থেকে প্রিজন ভ্যানে তোলার সময় চিৎকার করে সুরভী বলেন,‘তদন্ত ছাড়া আমারে রিমান্ড দিছে। ম্যাজিস্ট্রেট কোর্টে কোনো তদন্ত রিপোর্ট দেওয়া হয়নি। কোনো রকম তদন্ত ছাড়াই আমারে রিমান্ড দিছে।’ ১৭ বছর বয়সী সুরভীর রিমান্ড মঞ্জুরের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। বিষয়টি নজরে আসার পর আইন উপদেষ্টা আসিফ নজরুল ফেসবুকে লিখেন, ‘সুরভীর বিষয়ে খোঁজ নিয়েছি। ইনশাআল্লাহ সে দ্রুত প্রতিকার পাবে।’ এদিকে, সুরভীর বয়স নিয়ে ভুল তথ্য উপস্থাপনের অভিযোগে তদন্ত কর্মকর্তাকে

জামিনে মুক্ত জুলাইযোদ্ধা সুরভী, তদন্ত কর্মকর্তাকে শোকজ

জামিনে মুক্তি পেয়েছেন ‘জুলাইযোদ্ধা’ হিসেবে পরিচিত তাহরিমা জান্নাত সুরভী। আজ সোমবার (৫ জানুয়ারি) রাত সোয়া ৮টার দিকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে তিনি মুক্ত হন।

এর আগে সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে গাজীপুর জেলা জজ আদালত-১–এর অতিরিক্ত জেলা দায়রা জজ অমিত কুমার দে সুরভীর জামিন আবেদন মঞ্জুর করেন।

এরও আগে একই দিন দুপুর ১টার দিকে গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২–এর বিচারক সৈয়দ ফজলুল মহাদি সুরভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই আদেশের পর আদালতপাড়ায় ‘ছাত্র-শ্রমিক-জনতা’ ব্যানারে বিক্ষোভ শুরু হয়।

রিমান্ড আদেশের পর গারদখানা থেকে প্রিজন ভ্যানে তোলার সময় চিৎকার করে সুরভী বলেন,‘তদন্ত ছাড়া আমারে রিমান্ড দিছে। ম্যাজিস্ট্রেট কোর্টে কোনো তদন্ত রিপোর্ট দেওয়া হয়নি। কোনো রকম তদন্ত ছাড়াই আমারে রিমান্ড দিছে।’

১৭ বছর বয়সী সুরভীর রিমান্ড মঞ্জুরের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। বিষয়টি নজরে আসার পর আইন উপদেষ্টা আসিফ নজরুল ফেসবুকে লিখেন, ‘সুরভীর বিষয়ে খোঁজ নিয়েছি। ইনশাআল্লাহ সে দ্রুত প্রতিকার পাবে।’

এদিকে, সুরভীর বয়স নিয়ে ভুল তথ্য উপস্থাপনের অভিযোগে তদন্ত কর্মকর্তাকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার গাজীপুর জেলা জজ আদালত-১ এ সংক্রান্ত আদেশ দেওয়া হয়।

আদালতে সুরভীর রিমান্ড আদেশের বিরুদ্ধে রিভিশন আবেদন করা হয়। একই সঙ্গে অন্তর্বর্তী জামিনের আবেদনও জানানো হয়। শুনানি শেষে আদালত সন্তুষ্ট হয়ে জামিন মঞ্জুর করেন এবং তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে কঠোর মন্তব্য করেন।

আদেশে বলা হয়, “এই পরিস্থিতি তদন্তকারী কর্মকর্তার চরম গাফিলতি ও দায়িত্বজ্ঞানহীনতার প্রতিফলন। মামলার সুষ্ঠু বিচার ও আইনি প্রক্রিয়ার স্বার্থে আসামির সঠিক বয়স নির্ধারণ অত্যন্ত জরুরি।”

এমতাবস্থায়, তদন্তকারী কর্মকর্তাকে আগামী তিন কার্যদিবসের মধ্যে আসামির মূল জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অথবা অনলাইন ভেরিফায়েড জন্মনিবন্ধন সনদসহ সশরীরে আদালতে উপস্থিত হয়ে বয়স সংক্রান্ত অসংগতির বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow