জামিনের পর রাতেই কারামুক্ত সুরভী

গাজীপুরের কালিয়াকৈর থানায় করা চাঁদাবাজির মামলায় গ্রেফতার জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) রাত ৭টা ৩৮ মিনিটে তিনি গাজীপুর জেলা কারাগার থেকে মুক্তি পান। এর আগে দুপুরে তাকে দুই দিনের রিমান্ড দিলেও সন্ধ্যায় অপর একটি আদালত চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন দেন। গাজীপুর জেলা কারাগারের জেলার সর্বোত্তম দেওয়ান কারামুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। মুক্তিলাভের সময় কারা ফটকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দুপুরে জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীকে গাজীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক সৈয়দ ফজলুল মাহদীর আদালতে তোলা হয়। শুনানি শেষে দুদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এসময় আদালত চত্বরে জুলাই যোদ্ধারা এ আদেশের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন। বিকেলে সুরভীর পক্ষে তার আইনজীবী এ রিমান্ড আদেশের বিরুদ্ধে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর আদালতে রিভিশন আবেদন করেন। সন্ধ্যায় উভয় পক্ষের শুনানি শেষে আদালতের বিচারক ও ভারপ্রাপ্ত জেলা জজ অমিত কুমার দে সুরভীর রিমান্ড বাতিল করে চার স

জামিনের পর রাতেই কারামুক্ত সুরভী

গাজীপুরের কালিয়াকৈর থানায় করা চাঁদাবাজির মামলায় গ্রেফতার জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) রাত ৭টা ৩৮ মিনিটে তিনি গাজীপুর জেলা কারাগার থেকে মুক্তি পান।

এর আগে দুপুরে তাকে দুই দিনের রিমান্ড দিলেও সন্ধ্যায় অপর একটি আদালত চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন দেন।

গাজীপুর জেলা কারাগারের জেলার সর্বোত্তম দেওয়ান কারামুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

মুক্তিলাভের সময় কারা ফটকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দুপুরে জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীকে গাজীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক সৈয়দ ফজলুল মাহদীর আদালতে তোলা হয়। শুনানি শেষে দুদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এসময় আদালত চত্বরে জুলাই যোদ্ধারা এ আদেশের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন।

বিকেলে সুরভীর পক্ষে তার আইনজীবী এ রিমান্ড আদেশের বিরুদ্ধে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর আদালতে রিভিশন আবেদন করেন। সন্ধ্যায় উভয় পক্ষের শুনানি শেষে আদালতের বিচারক ও ভারপ্রাপ্ত জেলা জজ অমিত কুমার দে সুরভীর রিমান্ড বাতিল করে চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন দেন।

আরও পড়ুন

জামিন পেলেন ‘জুলাই যোদ্ধা’ সুরভী

মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি নাজমুল হক চৌধুরী বিপ্লব বলেন, ‘যে সাংবাদিক মামলাটি করেছিলেন তিনি আদালতে কোনো প্রকার যোগাযোগ করেননি। কোনো প্রকার তথ্য দেননি। বিষয়টি আদালতকে অবহিত করা হয়। এ বিষয়ে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট এবং আদালত চত্বরে অস্থিতিশীল অবস্থা বিরাজ করছিল তা আদালতকে অবহিত করি। সবকিছু বিবেচনা নিয়ে আদালত আসামির জামিন মঞ্জুর করেন।’

এদিকে সুরভীর রিমান্ডের প্রতিবাদে এবং তার মুক্তির দাবিতে দিনভর বিক্ষোভ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা।

সন্ধ্যায় আইনজীবী সমিতির সামনে এনসিপির উত্তরাঞ্চলীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ও গাজীপুর-২ আসনের এনসিপির প্রার্থী আলী নাছের খান বলেন, ‘আমরা আদালতের প্রতি শ্রদ্ধাশীল। দেশের আইন প্রশাসনের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু আপনারা জুলাই গণঅভ্যুত্থানের প্রশ্নে নমনীয় ভূমিকা পালন করবেন না। হাসিনার পতন ঘটেছে এই ছাত্র-জনতার কারণেই। আজকে যারা বড় বড় পদে বসে আছেন এবং মুক্তভাবে রাজনীতি ও বক্তৃতা করছেন, তখন আপনারা লেজ গুটিয়ে পালিয়েছেন। ছাত্র-জনতা পল্টন থেকে লেজ গুটিয়ে পালায়নি। তারা জুলাইয়ে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন। এই তাহরিমা জান্নাত সুরভীরাই জীবনের ঝুঁকি নিয়ে ধর্ষণসহ নানা হুমকি উপেক্ষা করে মাঠে ছিলেন।’

মো. আমিনুল ইসলাম/এসআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow