জামুকা-মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটি পুনর্গঠন

2 months ago 37

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটি পুনর্গঠন করেছে সরকার।

বুধবার (২০ নভেম্বর) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজমকে চেয়ারম্যান করে আগামী তিন বছরের জন্য ১১ সদস্যের জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল গঠন করা হয়েছে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, মেজর জেনারেল (অব.) আজিজুর রহমান বীর উত্তম, ক্যাপ্টেন (অব.) নুরুল হুদা, মেজর (অব.) সৈয়দ মুনিবুর রহমান, মেজর (অব.) কাইয়ুম খান, ইসতিয়াক আজিজ উলফাত, সাদেক আহমেদ খান, হাবিবুল আলম বীর প্রতীক এবং খ ম আমীর আলীকে জামুকার সদস্য করা হয়েছে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক কাউন্সিলে সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন।

অন্যদিকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নয় সদস্যের নির্বাহী কমিটিতেও মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টাকে সভাপতি করা হয়েছে। মেজর জেনারেল (অব.) জামিল ডি আহসান বীর প্রতীক, মনোয়ারুল ইসলাম, কর্নেল (অব.) মাহমুদুর রহমান চৌধুরী, মেজর (অব.) মিজানুর রহমানকে কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে।

অর্থ বিভাগ, শিল্প মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবেরা কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সদস্য সচিবের দায়িত্বে থাকবেন।

আরএমএম/ইএ

Read Entire Article