জার্মানি-ডেনমার্কের প্রথমার্ধ গোলশূন্য

3 months ago 40

ইউরো চ্যাম্পিয়নশিপের জার্মানি ও ডেনমার্কের শেষ ষোলোর লড়াইয়ে প্রথমার্ধে গোল করতে পারেনি কোনো দল।

ম্যাচের শুরু থেকে দাপট দেখিয়ে খেলতে থাকে জার্মানি। তবে জসুয়া কিমিচ-কাই হাভার্টজদের একের পর এক আক্রমণের সামনে দেয়াল হয়ে দাঁড়ান ড্যানিশ গোলরক্ষক কেসপার স্মেইকেল।

তৃতীয় মিনিটেই অবশ্য গোল পেয়ে গিয়েছিল স্বাগতিকরা। কর্নার থেকে পাওয়া বলে হেড করে জাল কাঁপিয়ে দিয়েছিলেন স্লটারব্যাক। কিন্তু কিমিচের ফাউলের কারণে ভার দেখে সেই গোল বাতিল করে দেন রেফারি।

সিগনাল ইদুনা পার্কে ভারী বর্ষণের সঙ্গে বজ্রপাত হওয়ায় ম্যাচের ৩৫ মিনিটে সাময়িক স্থগিতাদেশ দেন রেফারি। বিরতির পর খেলা শুরু হলে গোলের জন্য মরিয়া হয়ে উঠে জার্মানি।

৩৭ মিনিটে সেট পিস থেকে তৈরি হওয়া সুযোগে বক্সের মধ্যে হেড নিয়েছিলেন নিকো স্লটারব্যাক। একটুর জন্য সেটি গোলপোস্টের বাঁদিক দিয়ে বেরিয়ে যায়।

এর পাঁচ মিনিট পর সুযোগ এসেছিল ডেনমার্কেরও। কঠিন অ্যাঙ্গেল থেকে রাসমুস হাজলান্ডের ডানপায়ের শটও বেশ ক্লোজ ছিল। কিন্তু ডানদিকের পোস্ট ঘেঁষে চলে যায় বল। গোলশূন্য সমতা নিয়ে প্রথমার্ধ শেষ করে দুই দল।

এমএমআর/

 

Read Entire Article