'জার্মানিকে হারানো অসম্ভব' খেলার আগেই হার মানলেন হাঙ্গেরি কোচ

4 months ago 52

ইউরো চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচেই সুইজারল্যান্ডের কাছে ৩-১ ব্যবধানে হেরে বিদায়ের শঙ্কায় হাঙ্গেরি। আগেরবার টুর্নামেন্টে দুর্দান্ত খেললেও এবার প্রথম ম্যাচ হেরে বসায় বিপাকে তারা।

পরের ম্যাচেই তাদেরকে লড়তে হবে টুর্নামেন্টের ফেবারিট স্বাগতিক জার্মানির বিপক্ষে যারা প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে ৫-১ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়েছে।

হাঙ্গেরির কোচ মারকো রসি মনে করেন পরের ম্যাচে জার্মানদের বিপক্ষে জয় একপ্রকার অসম্ভবই। গ্রুপ ‘এ’ তে নিজেদের দ্বিতীয় ম্যাচে নামার আগে এই কোচ বলেন, ‘আমরা আগামী চারদিন পর জার্মানির সাথে খেলবো। আমি হলফ করে বলতে পারি কোনো হাঙ্গেরিয়ানই বিশ্বাস করে না যে আমরা তাদেরকে হারাবো। আজকের এই খেলা দেখে আমারও মনে হয়েছে এটা অসম্ভব।’

ইউরোতে জার্মানি এক অন্যরকম দল। হাঙ্গেরি কোচের কণ্ঠে তাই জার্মানদের স্তুতি, 'জার্মানিকে এবার অন্যরকম লাগছে গতবারের ইউরোর তুলনায়। তারা স্কটল্যান্ডের সাথেই এটি প্রমাণ করেছে। আমার কাছে মনে হয় তারা এই টুর্নামেন্ট জয়ের সেরা দাবিদার।’

আরআর/এমএমআর

Read Entire Article