জার্মানিতে বাণিজ্য মেলায় ৪২ বাংলাদেশি প্রতিষ্ঠান

2 weeks ago 19

প্রতি বছরের মতো এবারও জার্মানির বাণিজ্যিক রাজধানী ফ্রাঙ্কফুর্টে শুরু হয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ ভোক্তা পণ্য বাণিজ্য মেলা ‘অ্যাম্বিয়েন্তে ২০২৫’। ফ্রাঙ্কফুর্টে এ মেলা শুরু হয় ৭ ফেব্রুয়ারি।

মেলার আয়োজক জার্মানি ছাড়াও বিশ্বের প্রায় কয়েক লাখ দর্শনার্থী এবং চার হাজারের বেশি উদ্যোক্তা, প্রস্তুতকারক, ডিজাইনার ও প্রদর্শক মেলায় অংশ নিচ্ছে। এ মেলায় রয়েছে বাংলাদেশও। দেশের ৪২টি প্রতিষ্ঠান বিশ্বখ্যাত এ মেলায় তাদের তৈরি নানা পণ্য প্রদর্শন করছে। এর মধ্যে ১২টি প্রতিষ্ঠান দেশের রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) অধীনে। আর বাকিগুলো ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক উদ্যোগে।

বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর চৌধুরী মোহাম্মদ গোলাম রাব্বী বলেন, অ্যাম্বিয়েন্তে মেলা বিশ্বের বৃহত্তম ভোক্তা পণ্য বাণিজ্য মেলা, যেখানে বাংলাদেশের দৃঢ় উপস্থিতি আন্তর্জাতিক বাজারে দেশের অবস্থানকে আরও শক্তিশালী করছে। বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে দূতাবাস সবসময় সহযোগিতা করছে। এবারের মেলায় হস্তশিল্প, সিরামিকস ও কুকওয়্যারসহ বিভিন্ন বৈচিত্র্যময় পণ্য প্রদর্শিত হচ্ছে।

তিনি আরও বলেন, পণ্য বহুমুখীকরণই বাংলাদেশের ভবিষ্যৎ বাণিজ্য সম্প্রসারণের মূল কৌশল এবং বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবির সহযোগিতার মাধ্যমে আগামী বছরগুলোতে বাংলাদেশ যাতে আরও বহুমুখী পণ্য নিয়ে এ মেলায় অংশগ্রহণ করতে পারে, আমরা সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি।

শাহনাজ পারভিন জানান, এ মেলায় না এলে বোঝা যাবে না রপ্তানি করার জন্য কতটুকু গুরুত্ব বহন করে।

এবারের মেলায় দেশের পণ্যের উচ্চমান ও পরিবেশবান্ধব হস্তশিল্পের পাশাপাশি বাংলাদেশি সিরামিকস, যা নান্দনিকতা ও টেকসই মানের জন্য পরিচিত, বৈশ্বিক খুচরা ক্রেতা, বিক্রেতা ও পরিবেশকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। মেলা চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত।

Read Entire Article