জার্মানির কোলন শহরের ডিউটজ জেলায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের তিনটি অবিস্ফোরিত বোমা পাওয়া গেছে। এ অবস্থায় বুধবার (৪ জুন) শহরের প্রায় ২০ হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হচ্ছে।
পাবলিক ব্রডকাস্টার ওয়েস্টডয়েচার রান্ডফাঙ্ক (WDR) জানিয়েছে, বোমা নিষ্ক্রিয়কারী দল ২০ টনের এবং ১০ টনের দুটি বোমা নিষ্ক্রিয় করার প্রস্তুতি নিচ্ছে। বোমাগুলো 'ইমপ্যাক্ট ফিউজ' দিয়ে সজ্জিত।
আনাদোলু এজেন্সির প্রতিবেদন... বিস্তারিত