জাল সনদে বিসিএসে চাকরি, মামলা করবে দুদক

জাল সনদ ব্যবহার করে বিসিএস ক্যাডারে সরকারি চাকরি নেওয়ার অভিযোগে প্রশাসন ও পররাষ্ট্র ক্যাডারের তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পাবলিক সার্ভিস কমিশনে (পিএসসি) ভুয়া তথ্য ও স্নাতকের জাল সনদ দাখিলের মাধ্যমে নিয়োগ পাওয়ার অভিযোগের সত্যতা পাওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন। দুদকের তথ্যমতে, অভিযুক্ত কর্মকর্তারা হলেন- ৩৮তম বিসিএস প্রশাসন ক্যাডারে নিয়োগ পাওয়া সঞ্জয় দাস (রেজি. নম্বর–০৮২৯৪৭), ৪১তম বিসিএস প্রশাসন ক্যাডারে নিয়োগ পাওয়া সুকান্ত কুণ্ডু (রেজি. নম্বর-১১০৬৬২৯৬) ও ৩৮তম বিসিএস পররাষ্ট্র ক্যাডারে নিয়োগ পাওয়া আবু সালেহ মো. মুসা (রেজি. নম্বর-০৮২৮১৪)। মো. আক্তার হোসেন বলেন, অভিযুক্ত তিন কর্মকর্তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই স্নাতক সনদ জালিয়াতির অভিযোগ ছিল। পিএসসির নিজস্ব তদন্তে এসব অভিযোগের সত্যতা প্রমাণিত হয়েছে। তদন্ত প্রতিবেদন ও সুপারিশের ভিত্তিতেই তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আরও জানান, অভিযুক

জাল সনদে বিসিএসে চাকরি, মামলা করবে দুদক

জাল সনদ ব্যবহার করে বিসিএস ক্যাডারে সরকারি চাকরি নেওয়ার অভিযোগে প্রশাসন ও পররাষ্ট্র ক্যাডারের তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

পাবলিক সার্ভিস কমিশনে (পিএসসি) ভুয়া তথ্য ও স্নাতকের জাল সনদ দাখিলের মাধ্যমে নিয়োগ পাওয়ার অভিযোগের সত্যতা পাওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।

দুদকের তথ্যমতে, অভিযুক্ত কর্মকর্তারা হলেন- ৩৮তম বিসিএস প্রশাসন ক্যাডারে নিয়োগ পাওয়া সঞ্জয় দাস (রেজি. নম্বর–০৮২৯৪৭), ৪১তম বিসিএস প্রশাসন ক্যাডারে নিয়োগ পাওয়া সুকান্ত কুণ্ডু (রেজি. নম্বর-১১০৬৬২৯৬) ও ৩৮তম বিসিএস পররাষ্ট্র ক্যাডারে নিয়োগ পাওয়া আবু সালেহ মো. মুসা (রেজি. নম্বর-০৮২৮১৪)।

মো. আক্তার হোসেন বলেন, অভিযুক্ত তিন কর্মকর্তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই স্নাতক সনদ জালিয়াতির অভিযোগ ছিল। পিএসসির নিজস্ব তদন্তে এসব অভিযোগের সত্যতা প্রমাণিত হয়েছে। তদন্ত প্রতিবেদন ও সুপারিশের ভিত্তিতেই তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, অভিযুক্তদের বিরুদ্ধে শিগগিরই আলাদা তিনটি মামলা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow