জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো হিজাব র‍্যালি

2 hours ago 3

আন্তর্জাতিক হিজাব দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) হিজাব র‍্যালি করেছেন বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা।

বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কুরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাবের (ফিমেল সেকশন) আয়োজনে এ র‌্যালি অনুষ্ঠিত হয়।

র‍্যালিতে অংশ নেন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান এবং উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমান।

এসময় উপাচার্য অধ্যাপক কামরুল আহসান বলেন, ‘হিজাব শুধু নারীদের অধিকার নয় বরং এটি সভ্যতার উপাদানও বটে। মানব সভ্যতার বিকাশের সঙ্গে কাপড় পরিধানের এক বিশেষ সম্পর্ক রয়েছে। বলা হয় যখন থেকে আমরা কাপড় পরা শিখেছি, তখন থেকে আমরা সভ্য হয়েছি বলে দাবি করি। তাহলে কেউ যদি কাপড়ের পরিমাণ নির্ধারণ করতে গিয়ে হিজাবটাকে সংযুক্তি করেন, তাহলে এটা কীভাবে সভ্যতার পরিপন্থি হয়?’

উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, ‘হিজাব নারীর অধিকার। এই অধিকারের কথা আমাদের বলতে হবে কেন? কারণ অধিকার হরণ করতে করতে পৃথিবীর নিয়ম এমন পর্যায়ে চলে গেছে যে, সেটাকে স্মরণ করে দিতে হচ্ছে।’

উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক শামীমা নাসরিন জলি বলেন, ‘১২ বছর ধরে বিশ্বব্যাপী ১ ফেব্রুয়ারি আন্তর্জাতিকভাবে হিজাব দিবস পালন করা হলেও বাংলাদেশে এই প্রথমবার পালন করা হচ্ছে। আমরা বিভিন্ন জায়গায় হিজাব পরার জন্য নারীদের লাঞ্ছিত হওয়ার খবর পাই। এর বিপরীতেই আমাদের আজকের এই আয়োজন।’

দর্শন বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা মেঘলা বলেন, ‘মুসলিমপ্রধান একটি দেশে মুসলিম নারী হিসেবে হিজাব পরার অধিকার চাওয়া আমাদের জন্য বেদনাদায়ক। ইসলামে যেখানে হিজাব পরা বাধ্যতামূলক করা হয়েছে, সেখানে আমাকে কেন হিজাবের জন্য অধিকার চাইতে হবে?হিজাবকেও পোশাকের স্বাধীনতার আওতায় আনতে হবে।’

সমাবেশ শেষে বিশ্ববিদ্যালয়ের পুরাতন রেজিস্ট্রার ভবনের সিনেট হলে একটি সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক মোস্তফা মনজুর, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামীমা তাসনিম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক মিজানুর রহমান প্রমুখ।

সৈকত ইসলাম/এসআর/জিকেএস

Read Entire Article