জাহানারার অনুরোধে তদন্তের সময় বাড়াল বিসিবি

বাংলাদেশ নারী ক্রিকেটের আলোচিত যৌন হয়রানি অভিযোগের তদন্তে নতুন মোড় এসেছে। জাতীয় দলের অভিজ্ঞ পেসার জাহানারা আলম নিজস্ব বক্তব্য ও দলিল উপস্থাপনে অতিরিক্ত সময় চাওয়ার পর তদন্তের মেয়াদ আরও বাড়াল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফলে মনজুরুল ইসলামের বিরুদ্ধে আনা অভিযোগে চূড়ান্ত রিপোর্ট জমা দিতে এখন আগের চেয়ে বেশি সময় পাবে স্বাধীন তদন্ত কমিটি। মঙ্গলবার বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, জাহানারা আনুষ্ঠানিকভাবে অভিযোগ বিবরণ জমা দিতে ও প্রয়োজনীয় বক্তব্য দিতে অতিরিক্ত সময়ের আবেদন করেছেন। সে কারণেই তদন্ত কমিটির নির্ধারিত সময়সীমা আরও ১৫ কার্যদিবস বাড়ানো হয়েছে। এর আগে নারী জাতীয় দলের সাবেক নির্বাচক–ম্যানেজার মনজুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন জাহানারা। বিষয়টি প্রকাশ্যে আসার পর বোর্ড তিন সদস্যের স্বাধীন তদন্ত কমিটি গঠন করে, যাদের ১৫ কর্মদিবসের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ ছিল। বিসিবি জানিয়েছে, জাহানারার অনুরোধ মেনে সংশোধিত সময়সীমা কার্যকর করা হয়েছে, এবং তারা আশা করছে ২০ ডিসেম্বরের মধ্যে তদন্ত কমিটি চূড়ান্ত রিপোর্ট জমা দেবে।

জাহানারার অনুরোধে তদন্তের সময় বাড়াল বিসিবি

বাংলাদেশ নারী ক্রিকেটের আলোচিত যৌন হয়রানি অভিযোগের তদন্তে নতুন মোড় এসেছে। জাতীয় দলের অভিজ্ঞ পেসার জাহানারা আলম নিজস্ব বক্তব্য ও দলিল উপস্থাপনে অতিরিক্ত সময় চাওয়ার পর তদন্তের মেয়াদ আরও বাড়াল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফলে মনজুরুল ইসলামের বিরুদ্ধে আনা অভিযোগে চূড়ান্ত রিপোর্ট জমা দিতে এখন আগের চেয়ে বেশি সময় পাবে স্বাধীন তদন্ত কমিটি।

মঙ্গলবার বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, জাহানারা আনুষ্ঠানিকভাবে অভিযোগ বিবরণ জমা দিতে ও প্রয়োজনীয় বক্তব্য দিতে অতিরিক্ত সময়ের আবেদন করেছেন। সে কারণেই তদন্ত কমিটির নির্ধারিত সময়সীমা আরও ১৫ কার্যদিবস বাড়ানো হয়েছে।

এর আগে নারী জাতীয় দলের সাবেক নির্বাচক–ম্যানেজার মনজুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন জাহানারা। বিষয়টি প্রকাশ্যে আসার পর বোর্ড তিন সদস্যের স্বাধীন তদন্ত কমিটি গঠন করে, যাদের ১৫ কর্মদিবসের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ ছিল।

বিসিবি জানিয়েছে, জাহানারার অনুরোধ মেনে সংশোধিত সময়সীমা কার্যকর করা হয়েছে, এবং তারা আশা করছে ২০ ডিসেম্বরের মধ্যে তদন্ত কমিটি চূড়ান্ত রিপোর্ট জমা দেবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow