জিবিসিডিসির ১ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ

1 month ago 25

বাংলাদেশের পরিবেশের ভারসাম্য রক্ষায় গণ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাব (জিবিসিডিসি) বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে। ৯ জুলাই দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন এ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বট এবং ফলদ বৃক্ষরোপণ করা হয়।

সংগঠনটি এ বছর ১ হাজার গাছ লাগানোর উদ্যোগ নেয়। প্রাথমিকভাবে ১৫ প্রজাতির প্রায় ১০০টি গাছ রোপণ করে। বট, তাল, নিম, জলপাই, আমলকি, জাম, গাব, চালতা, বিলম্বী, আম, পেয়ারা, তেতুল, লটকন, সফেদা ও সুপারি গাছ রোপণ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, ‘পরিবেশের তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বৃক্ষরাজি আবহাওয়ার তাপমাত্রা হ্রাস করে, বাতাসে আর্দ্রতা বাড়ায় ও ভূমিক্ষয় রোধ করে। তাই পরিবেশ রক্ষায় গাছ লাগানোর কোনো বিকল্প নেই। পরিবেশ রক্ষায় জিবিসিডিসি বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে। তাদের উদ্যোগকে সাধুবাদ জানাই।’

জিবিসিডিসির সাংগঠনিক সম্পাদক নাসিম বলেন, ‘সবুজায়নের লক্ষ্যে আমাদের এ কর্মসূচি। আমরা মানব বসবাসের উপযোগী পরিবেশ সৃষ্টির লক্ষ্যে এ বছর ১ হাজার গাছ লাগানোর উদ্যোগ নিয়েছি। প্রাথমিকভাবে প্রায় ১০০টি গাছ লাগানো হচ্ছে।’

কর্মসূচি উদ্বোধনকালে কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সিরাজুল ইসলাম, ডিনস কমিটির সভাপতি পরীক্ষা নিয়ন্ত্রক মো. আবু হারেজ, বিভিন্ন বিভাগের শিক্ষক, সাংবাদিক হাসিব মীর, জিবিসিডিসির লিড মেন্টরসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

এসইউ/এএসএম

Read Entire Article