জিয়া কিংবা শেখ মুজিব নয়; জনগণই মুক্তিযুদ্ধের মূল নায়ক : আবু হাসান টিপু
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য জননেতা কমরেড আবু হাসান টিপু বলেছেন, জিয়া কিংবা শেখ মুজিব নয়, জনগণই মুক্তিযুদ্ধের মূল নায়ক। ধনতান্ত্রিক কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থায় বিজয়ীরা সর্বদাই কোন একজন বিশেষ ব্যক্তিকে সবার উপরে সর্বেসর্বা রূপে রূপায়ণ করেন আর অপরদিকে উপেক্ষিত করা হয় দেশের কোটি কোটি মানুষকে। এই প্রচলিত ভ্রান্ত নিয়মের কারণে রাষ্ট্র ও রাজনীতিতে নীতি [...]