জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে জবি ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

2 months ago 29

সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার একাংশ।

শনিবার (৩১ মে) ক্যাম্পাসে নানা ফলজ ও গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাসিরুদ্দিন সৌরভ, ফারুক রানা, আরিফুল ইসলাম আরিফ, ইয়াসির আরাফাত, রায়হান হোসেন অপু, রবিন মিয়া শাওন ও মো. মেহেদী হাসান। 

এ ছাড়াও কর্মসূচিতে অংশগ্রহণ করেন ছাত্রদলের সদস্য মেহেদী হাসান ইমন, সজীব আহসান, মাশফিকুল ইসলাম রাইন, মিঠু আলী, রেদোয়ান চৌধুরী, নাইমুর রহমান, ইভান, মাহমুদুল হাসান নাইম এবং কর্মী আশরাফুল ইসলাম, সৈরভ আহমেদ, আকরাম খান, আবু হুরাইয়া মোবাশ্বের, শাহরুল।

শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য মিঠু বলেন, বৃক্ষ আমাদের প্রাণ, তাই জনাব তারেক রহমানে উদ্যোগকে সাধুবাদ জানাই।

আরেক সদস্য মাসফিকুল ইসলাম রাইন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে বৃক্ষ কতটা সম্পৃক্ত আপনারা জানেন, তাই এই মহান নেতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেশ ও  জনগণের স্বার্থে আমাদের এই সামান্য প্রচেষ্টা। 

যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ বলেন, দেশে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে অধিক চাহিদা পূরণের কারণে প্রতি বছর অনেক গাছ কাটা হলেও জাতীয় উদ্যোগে তেমন গাছ লাগানো হয় না। তাই তারুণ্যের অহংকার আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান বৃক্ষরোপণের জন্য যে উদ্যোগ গ্রহণ করেছে তা সফল করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। 

জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদার বলেন, একটি চারা গাছ লাগানো মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু রেখে যাওয়া। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেষ্ট। রাজনীতি হোক মানুষের উপকারের জন্য—আমরা সে লক্ষেই কাজ করছি।

Read Entire Article