জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ক্যালিফোর্নিয়ায় দোয়া মাহফিল
বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা করেছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া শাখা বিএনপি। স্থানীয় সময় রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী (শিপলু)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দলের সাধারণ সম্পাদক এম ওয়াহিদ রহমান এবং সৈয়দ নাছির উদ্দিন জেবুল। দোয়া মাহফিলে জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং দেশ, জাতি ও গণতন্ত্রের কল্যাণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা বেলাল এবং কোরআন তেলাওয়াত করেন লোকমান হোসেন এবং আব্দুর হাকিম। অনুষ্ঠানে উপস্থিত নেতারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম, নেতৃত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তার আদর্শ অনুসরণ করে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানান। দোয়া মাহফিলটি শান্তিপূর্ণ ও ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন- ক্যালিফোর্নিয়া বিএনপি নেতা আবদুল বাছিত, আবদুল হান্নান, সাইদুল ইসলাম মন্টু, সাইফুল আনসারি চপল, শওকত হোসেন আঞ্জিন, লিটু হোস
বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা করেছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া শাখা বিএনপি।
স্থানীয় সময় রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী (শিপলু)।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দলের সাধারণ সম্পাদক এম ওয়াহিদ রহমান এবং সৈয়দ নাছির উদ্দিন জেবুল। দোয়া মাহফিলে জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং দেশ, জাতি ও গণতন্ত্রের কল্যাণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা বেলাল এবং কোরআন তেলাওয়াত করেন লোকমান হোসেন এবং আব্দুর হাকিম।
অনুষ্ঠানে উপস্থিত নেতারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম, নেতৃত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তার আদর্শ অনুসরণ করে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানান। দোয়া মাহফিলটি শান্তিপূর্ণ ও ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন- ক্যালিফোর্নিয়া বিএনপি নেতা আবদুল বাছিত, আবদুল হান্নান, সাইদুল ইসলাম মন্টু, সাইফুল আনসারি চপল, শওকত হোসেন আঞ্জিন, লিটু হোসেন, মিজানুর রহমান, রফিকুজামান জুয়েল, কামাল হোসেন তরুণ, শাহতাব কবির ভূঁইয়া শান্ত, আলমগীর হোসেন, বাবর মহিউদ্দিন, জন মোহন, শফিকুল ইসলাম পলাশ, ওমর ফারুক মাছুম, সারয়োর খান বাবলু, আরিফুজামান, বদরূল ইসলাম, কবির আহাদ, ওমর ফারুক টিটু, আবু সুফিয়ান, সারজিল বিন ইউসুফ প্রমুখ।
What's Your Reaction?