জিয়াউর রহমানের মৃ্ত্যুবার্ষিকীতে রাবি ছাত্রদলের বৃক্ষরোপণ

4 months ago 51

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম মৃ্ত্যুবার্ষিকী উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের উদ্যােগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার (৩ জুন) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের আইবিএ ভবনে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন তারা।

কর্সূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। এছাড়া শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী, যুগ্ম-আহ্বায়ক শফিকুল রহমান শফিক, শাকিলুর রহমান সোহাগ, আহসান হাবিব, মারুফ হোসেন, এম তাহের রহমান, সদস্য তাকবির আহমেদ ইমনসহ বিভিন্ন পযার্য়ের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

জিয়াউর রহমানের মৃ্ত্যু বার্ষিকীতে রাবি ছাত্রদলের বৃক্ষরোপণ

এসময় মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে আমাদের এ বৃক্ষরোপণ কর্মসূচি। আগামীতে কেন্দ্রের উদ্যােগে আমরা আরও অনেক বেশি বৃক্ষরোপণ করার পরিকল্পনা হাতে নিয়েছি। আশা করি সকল কর্মসূচি সফলভাবে সম্পন্ন হবে।

সুলতান আহমেদ রাহী বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) একজন পরিবেশ ও কৃষি বান্ধব নেতা ছিলেন। যার অনুপ্রেরণা, দেশপ্রেম ও আদর্শকে লালন করেই আমরা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন আঙিনায় ফলজ ও ওষুধি গাছ রোপণ করছি। আমরা এ বর্ষা মৌসুমে প্রায় ৫০০ শতাধিক বৃক্ষরোপণ করার পরিকল্পনা করেছি।

মনির হোসেন মাহিন/এনআইবি/এএসএম

Read Entire Article