জিয়ার শাহাদাতবার্ষিকীতে নিউইয়র্কে মহিলা দলের দোয়া মাহফিল

2 months ago 10

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দোয়া ও মিলাদ মাহফিল করেছে জাতীয়তাবাদী মহিলা দল। 

স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে মহিলা দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মমতাজ আলো এই দোয়া মাহফিলের আয়োজন করেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় সহশিক্ষা বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী মহিলা দলের সিনিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক এমপি হেলেন জেরিন খান।

দোয়া মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মহিলা নেত্রী মার্জিয়া ইসলাম, ফাহমিদা চৌধুরী,  খাদিজা আক্তার, জারা  রহমান, আমিনা বেগম, মনিকা আক্তার, সানজিদা আক্তার, মিথিলা, ফারহানা জামান, আক্তার, ইয়াসমিন আফরোজ, ফাহমিদা, ফাতেমা রিতা ও বেবি।

অনুষ্ঠানে মহিলা দলের নেতারা বলেন, জিয়াউর রহমানের এই শাহাদাতবার্ষিকীতে আমাদের অঙ্গীকার তালবাহানা বাদ দিয়ে অবিলম্বে  নির্বাচন দিয়ে জনগণের ভোটের মাধ্যমে জনপ্রতিনিধিত্ব নির্বাচিত করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা এবং দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ- সবার আগে বাংলাদেশ।

Read Entire Article