জীবন পাওয়ার পরও ডাক মারলেন বিজয়

2 months ago 6

শ্রীলঙ্কা সফরে গলে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ডাক মেরেছিলেন এনামুল হক বিজয়। আর দ্বিতীয় ইনিংসের আউট হয়েছিলেন ৪ রান করে। বাজে পারফরম্যান্সের কারণে কেউ কেউ ভেবেছিলেন, সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ডানহাতি ব্যাটারকে দলে নেবে না বাংলাদেশ।

কিন্তু না। বিজয়কে আরও একটি সুযোগ দিয়েছে বাংলাদেশ। এবারও সোনালী সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি। কলম্বো টেস্টের প্রথম ইনিংসেও ডাক মেরেছেন বিজয় (১০ বলে ০)। অর্থাৎ সর্বশেষ তিন টেস্ট ইনিংসের দুটিতেই খালি হাতে ফিরলেন তিনি।

ইনিংসের পঞ্চম ওভারে আসিথা ফার্নান্দোর বলে ব্যাটের ভেতর কাণায় লেগে বোল্ড হন বিজয়। আউট হওয়ার আগে লঙ্কান ডানহাতি পেসারের বলে আরও একবার জীবন পান তিনি। ইনিংসের তৃতীয় আসিথার বলে বিজয়ের ক্যাচ ফেলে দেন লঙ্কান উইকেটরক্ষক কুশল মেন্ডিস।

এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ৫ ওভারের খেলা শেষে ১ উইকেটে ৫ রান। সাদমান ইসলাম ৫ আর মুমিনুল ইসলাম ০ রানে অপরাজিত।

আজ বুধবার কলম্বো টেস্টে টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ।

এমএইচ/এএসএম

Read Entire Article