জীবন বাঁচাতে মাঝ নদীতে ঝাঁপ দিলেন ট্রলারের যাত্রীরা

3 months ago 74
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে কার্গো জাহাজের সঙ্গে ধাক্কা লাগার আশঙ্কায় ট্রলার থেকে পানিতে ঝাঁপ দিয়েছেন যাত্রীরা। পরে তারা সাঁতরে উপরে উঠে আসে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। সোমবার (১৯ মে) ‍দুপুর দেড়টার দিকে শহরের টানবাজার সংলগ্ন খেয়াঘাটে নদী পারাপারের সময় এ ঘটনা ঘটে।  স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর দেড়টার দিকে একটি যাত্রীবাহী ট্রলার ২০/২৫ যাত্রী নিয়ে নদী পারাপারের সময় এমডি আখতার হোসেন-১ নামে একটি মিনি কার্গো জাহাজের সঙ্গে ধাক্কা লাগার উপক্রম হয়। এ সময় ধাক্কা লাগার আশঙ্কায় ট্রলারের ৭/৮ জন যাত্রী মাঝ নদীতে ঝাঁপ দেন। পরে আশপাশের ট্রলারসহ বিভিন্ন নৌযান এসে যাত্রীদের উদ্ধার করে। এ ঘটনায় কেউ হতাহতের খবর পাওয়া যায়নি।  নারায়ণগঞ্জ সদর নৌ-থানার ওসি একেএম আমিনুল হক কালবেলাকে বলেন, ট্রলারের সঙ্গে কার্গো জাহাজের ধাক্কা লাগার আশঙ্কায় যাত্রীরা নদীতে ঝাঁপ দিয়েছেন। পরে তারা বিভিন্ন নৌযানের সাহায্যে নদী থেকে উঠে আসেন। কোনো ট্রলার ডোবেনি। আর কেউ হতাহত হয়নি।
Read Entire Article