জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বিশ্বকাপ জেতা তারকা ক্রিকেটার

অস্ট্রেলিয়ার সাবেক ও বিশ্বকাপজয়ী ক্রিকেটার ড্যামিয়েন মার্টিন মেনিনজাইটিসে আক্রান্ত হয়ে কুইন্সল্যান্ডের একটি হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। ৫৪ বছর বয়সী সাবেক এই ব্যাটার গত ২৬ ডিসেম্বর অসুস্থ হয়ে পড়েন। তার শারীরিক অবস্থা ক্রমশই অবনতির দিকে যাচ্ছে। বর্তমানে কৃত্রিমভাবে তাকে কোমায় রাখা হয়েছে। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমের তথ্যমতে, বক্সিং ডেতে বাড়িতে বিশ্রাম নিতে শুয়ে পড়ার পরই শারীরিক অবস্থার অবনতি ঘটে মার্টিনের। এরপর তাকে কুইন্সল্যান্ডের একটি হাসপাতালে ভর্তি করা হয়। অস্ট্রেলিয়ার সাবেক রুলস ফুটবল খেলোয়াড় ব্র্যাড হার্ডি বলেন, ‘ড্যামিয়েন মার্টিন বক্সিং ডেতে অসুস্থ হয়ে পড়েন এবং বর্তমানে কুইন্সল্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন। এখন তিনি জীবনের সবচেয়ে কঠিন লড়াইয়ের মুখোমুখি।’ মার্টিনের অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর তার দ্রুত সুস্থতা কামনা করেছেন সাবেক সতীর্থরা। ড্যারেন লেহম্যান লেখেন, ‘পরিবারসহ মার্টিনের জন্য ভালোবাসা ও প্রার্থনা।’ ১৯৯২ থেকে ২০০৬ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে ৬৭টি টেস্ট ম্যাচ খেলেছেন ড্যামিয়েন মার্টিন। ব্যাট হাতে তিনি করেন ৪৪০৬ রান। মার্টিনের রয়েছে ১৩টি সেঞ্চুরি। আর ২০০৩ সালের

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বিশ্বকাপ জেতা তারকা ক্রিকেটার

অস্ট্রেলিয়ার সাবেক ও বিশ্বকাপজয়ী ক্রিকেটার ড্যামিয়েন মার্টিন মেনিনজাইটিসে আক্রান্ত হয়ে কুইন্সল্যান্ডের একটি হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। ৫৪ বছর বয়সী সাবেক এই ব্যাটার গত ২৬ ডিসেম্বর অসুস্থ হয়ে পড়েন। তার শারীরিক অবস্থা ক্রমশই অবনতির দিকে যাচ্ছে। বর্তমানে কৃত্রিমভাবে তাকে কোমায় রাখা হয়েছে।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমের তথ্যমতে, বক্সিং ডেতে বাড়িতে বিশ্রাম নিতে শুয়ে পড়ার পরই শারীরিক অবস্থার অবনতি ঘটে মার্টিনের। এরপর তাকে কুইন্সল্যান্ডের একটি হাসপাতালে ভর্তি করা হয়।

অস্ট্রেলিয়ার সাবেক রুলস ফুটবল খেলোয়াড় ব্র্যাড হার্ডি বলেন, ‘ড্যামিয়েন মার্টিন বক্সিং ডেতে অসুস্থ হয়ে পড়েন এবং বর্তমানে কুইন্সল্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন। এখন তিনি জীবনের সবচেয়ে কঠিন লড়াইয়ের মুখোমুখি।’ মার্টিনের অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর তার দ্রুত সুস্থতা কামনা করেছেন সাবেক সতীর্থরা। ড্যারেন লেহম্যান লেখেন, ‘পরিবারসহ মার্টিনের জন্য ভালোবাসা ও প্রার্থনা।’

১৯৯২ থেকে ২০০৬ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে ৬৭টি টেস্ট ম্যাচ খেলেছেন ড্যামিয়েন মার্টিন। ব্যাট হাতে তিনি করেন ৪৪০৬ রান। মার্টিনের রয়েছে ১৩টি সেঞ্চুরি। আর ২০০৩ সালের ওয়ানডে বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তিনি। ফাইনালে ভারতের বিপক্ষে খেলেন ৮৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow