চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভার সাবেক মেয়র রফিকুল ইসলামকে (৬৩) হত্যাচেষ্টা ও চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জীবননগর থানার ওসি মামুন হোসের বিশ্বাস বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত রফিকুল ইসলাম জীবননগর পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
জীবননগর থানার ওসি মামুন হোসের বিশ্বাস জানান, থানার নিয়মিত মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হবে।
উল্লেখ্য, গত ১৮ অক্টোবর জীবননগর পৌরসভার রাজনগর গ্রামের আনোয়ার হোসেন বাদী হয়ে হত্যাচেষ্টা ও চাঁদাবাজির অভিযোগে চুয়াডাঙ্গা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজগর টগরসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনে ১২২ নেতাকর্মীর বিরুদ্ধে জীবননগর থানায় মামলা করেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।