জীবনবৃত্তান্ত ও অন্যান্য

2 months ago 33

এক.
জীবনবৃত্তান্ত

কিছু কিছু মানুষ শুধু কষ্ট পাওয়ার জন্যই জন্মায়
কিছু কিছু মানুষ সুখের রাজযোটক কপালে নিয়ে ভূমণ্ডলে গড়ায়
কিছু কিছু মানুষ শুধু ভুল করে যায়
কিছু কিছু মানুষ শুধু মুখোশ পড়ে লুটেপুটে খায় ।

কিছু কিছু মানুষ স্বপ্ন দেখে শুধুই কষ্ট পাওয়ার জন্য
কিছু কিছু মানুষ ধার করা আনন্দ নিয়ে বেঁচে থাকতে চায়
কিছু কিছু মানুষ অনাচার-কদাচার-দুরাচারের জন্যই বেড়ে ওঠে
কিছু কিছু মানুষের কষ্টের ভেতর আনন্দ অনর্গল কথা বলে
কিছু কিছু মানুষ যন্ত্রণাকে অধিক ভালোবেসে সব সয়ে যায় ।

কিছু কিছু মানুষ নিজের ইচ্ছাকে অবিরত পোড়ায়
কিছু কিছু মানুষ হয়তো কিছুই পাবে না, তবু ভালোবেসে যায়
কিছু কিছু মানুষ বৃষ্টিতে হেঁটে আঁখিতে জমাট অশ্রু লুকায়
কিছু কিছু মানুষ শুধু বিলায়, খুচরা পয়সার অস্তিত্ব বিলিয়ে শান্তি পায়
কিছু কিছু মানুষ জানতে চায় না কবে ফুরাবে তার পথের অপেক্ষা।

কিছু কিছু মানুষের মানবতার উর্বর জমিনে চাষাবাদ করাই জীবনের ব্রত
কিছু কিছু মানুষ নিজেকে নিঃশেষ করে অন্যকে অশেষ করতে চায়।

দুই.
প্রাণিমাত্রের ভিড়ে মানুষ

মন খারাপের কত কারণ সামনে আসে ক্ষণে ক্ষণে
অনেকেরই কষ্টের নোনা জলের প্লাবন দৃশ্যমান নয়
দানের প্রতিদানে অভিঘাত করে কেউ কেউ
পশুর উন্মাদনায় জীবন ধসায় ।

মানুষ ভুল করে, করবেই; মানুষ তো ঈশ্বর নয়
তার ভুলটুকু বাদ দিয়ে শুদ্ধটুকু উচ্চারণ করার বুকের ভেতর
কিংবা পাঁজরের ভাঁজে ভাঁজে উর্বর জমিন আছে ক’জনার
এর উত্তর মেলা ভার, বরং শুনতে হয় অকৃতজ্ঞের আরও বাক্যবাণ!

শত দিন শত কিছু দাও এক দিন দিতে না পারলে
খারিজের খতিয়ানে উঠে যাবে নাম
মানুষ নামধারী প্রাণিমাত্রের ভিড়ে
মানুষ খুঁজে পাওয়া খুব ভার, মানুষ নয় সবাই।

অকৃতজ্ঞতার বীজ যারা পুঁতে রেখেছে হৃৎপিণ্ডে-মগজে
তাদের তুষ্ট করা কঠিন, বড়ই কঠিন
ওরা মুখোশের আড়ালে রেখেছে পরশ্রীকাতরতার মতো
কতই না সংক্রামক জীবাণু, মুখোশধারীদের চেনা খুব দায়
মানুষ নামধারী এ প্রাণীরা যে আবর্জনা সৃষ্টি করে
কোনো পশুরও তা সাধ্য নাই।

বিনয়-কৃতজ্ঞতা-নতমুখ জীবনের অঙ্গশোভা
অন্যকে কষ্ট দিয়ে যারা পুষ্ট হতে চায়, তারা মানুষ নয়
মানুষ হওয়া এত সহজ নয়, মোটেও নয়
বারবার বলি, অশ্রুহীন কষ্টগুলো খুব বেশি পোড়ায়।

তিন.
তোমার জন্য শিলালিপি

কোন বোধের বেদনায় তুমি কবি হয়ে উঠেছ
তোমার এমন প্রশ্নে বিস্ময়বোধক চিহ্ন এঁকেছি
বহুবার বলেছি, প্রতি মুহূর্তে বিষাদ নিয়ে আনন্দের দিকে
ছুটে যাই মানুষগুলোর মাঝে অ+মানুষ খুঁজতে
তাদের দুর্গন্ধের মাঝে প্রকৃত মানুষের নিঃশ্বাসেও সরে না দুর্গন্ধ।

নিজেকে নিঃশেষ করে অন্যকে অশেষ করবে কীভাবে
তোমার এমন প্রশ্নে যতিচিহ্ন দিয়ে বহুবার বলেছি
যা কিছু বিলীন হচ্ছে অস্বাভাবিক দৈন্যের গ্রাসে
জীবনের নিত্যগতির ফাঁকে যা কিছু হারিয়ে যায়
এ নিয়ে কষ্ট পুষে নষ্টের অধ্যায় দীর্ঘ করা নিরর্থক।

অকালপ্রয়াত কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর কাছ থেকে
বিষণ্ন সুন্দর ধার করে রেখেছিলাম সেই কবে
আনন্দের ভেতর দুঃখ নয় বরং দুঃখের ভেতর আনন্দ
কথা বলুক অনর্গল, এই প্রার্থনা জানিয়েছি অমলিন সবুজের কাছে
আপাতত তুমি সেই শিলালিপি পাঠ করো।

এইচআর/জিকেএস

Read Entire Article