জীবনে নায়িকাই হতে চাননি নুসরাত ফারিয়া

3 months ago 10

চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। ক্যারিয়ার শুরু করেন আরজে হিসেবে। এরপর উপস্থাপনা ও মডেলিংয়ে পান আকাশচুম্বী জনপ্রিয়তা। যার রেশ ধরেই আসে সিনেমায় অভিনয়ের সুযোগ। নাম লেখান বড় পর্দায়। এরপর আর তাকাতে হয়নি পেছন ফিরে। তবে জানলে অবাক হবেন, ছোটবেলায় ফারিয়া কখনো নায়িকা হতেই চাননি। 

চট্টগ্রামে জন্ম নেওয়া ফারিয়া বেড়ে উঠেছেন ঢাকার ক্যান্টনমেন্টে। এখনো সেখানেই বসবাস। দাদা ছিলেন সেনাবাহিনীর কর্মকর্তা। তার স্কুল ছিল শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ। সেখান লেখাপড়া অবস্থায় তিনি নাম লেখাতে চেয়েছিলেন আর্মিতে। এক সাক্ষাৎকারে ফারিয়া বলেন, ‘আমার বড় হওয়া আর্মি পরিবারে, আর বেড়ে ওঠা সেনানিবাসে। যার কারণে ছোটবেলা থেকেই আমি আর্মি হতে চেয়েছিলাম। তবে যেভাবেই হোক পরবর্তীতে সেটি আর হওয়া হয়নি।’     

কলেজ জীবন থেকেই আরজে পেশার সঙ্গে যুক্ত হওয়া ফারিয়া এক সময় নাম লেখান টেলিভিশন ইন্ডাস্ট্রিতে। উপস্থাপনা করেন বেশকিছু জনাপ্রিয় টিভি শোয়ের। ২০১৩ সালে বলিউড তারকা সুনিধি চৌহানের কনসার্ট উপস্থাপনাও তাকে এনে দেয় ব্যাপক প্রশংসা।

এরপর ২০১৫ সালে যৌথ প্রযোজনার সিনেমা ‘আশিকী’ দিয়ে বড় পর্দায় অভিষেক ফারিয়ার। তারপর দুই বাংলায় কাজ করেন সমান তালে। দর্শকদের উপহার দেন ‘হিরো ৪২০’, ‘বাদশা দ্য ডন’, ‘প্রেমী ও প্রেমী’, ‘অপারেশন সুন্দরবন’, ‘বস ২’, ‘বিবাহ অভিযান’ ইত্যাদি সিনেমা। তবে ‘মুজিব’ সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করে ফারিয়া আলোচনা ও সমালোচনা দুই-ই যোগ করেন ক্যারিয়ারে।

সবশেষ ফারিয়া অভিনীত মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জ্বীন ৩’। এটি নির্মাণ করেন কামরুজ্জামান রোমান।

Read Entire Article