জীবনের ঝুঁকি নিয়ে চাঁদাবাজকে গ্রেপ্তার করলেন এএসআই

3 hours ago 3

নাফিজ নামে চিহ্নিত এক চাঁদাবাজ ও কুখ্যাত ছিনতাইকারীকে গ্রেপ্তার করে প্রশংসায় ভাসছেন ডিএমপির ভাটারা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মেসবাহ উদ্দিন। ওই ছিনতাইকারীকে ধরতে গিয়ে তাকে ছুরিকাঘাতে আহত হতে হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় ভাটারা থানা এলাকায় চাঁদাবাজ, ছিনতাইকারী ও মাদক কারবারি গ্রেপ্তারের উদ্দেশে বিশেষ অভিযান চালায় পুলিশ। তারা খবর পায়, ওই এলাকার ওয়ারেন্টভুক্ত চিহ্নিত চাঁদাবাজ নাফিজ সহযোগীদের সঙ্গে বারিধারার ১ নং রোডের ফুটপাতের বিভিন্ন দোকান থেকে চাঁদা আদায় করছে। এসময় এএসআই মো. মেসবাহ উদ্দিনসহ থানার টহল টিম নাফিজকে গ্রেপ্তার করতে গেলে সে মেসবাহ উদ্দিনকে চাকু ও হাতে থাকা চামচ দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এতে তিনি বাম চোখে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। তা সত্ত্বেও জীবনের ঝুঁকি নিয়ে তিনি চাঁদাবাজ নাফিজকে গ্রেপ্তার করতে সক্ষম হন। এসময় নাফিজের সহযোগীরা পালিয়ে যায়।  এসময়  নাফিজের কাছ থেকে একটি সুইচ গিয়ার চাকু, একটি কাটা চামচ ও  চাঁদাবাজির মাধ্যমে আদায়কৃত কিছু টাকা জব্দ করা হয়। 

পরে আহত এএসআই মেসবাহ উদ্দিনকে প্রথমে বারিধারার স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে উন্নত চিকিৎসা প্রদান করা হয়। 

ভাটারা থানা সূত্রে আরো জানা যায়, গ্রেফতারকৃত নাফিজ ভাটারা এলাকার একজন চিহ্নিত ছিনতাইকারী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী। সে ও তার সহযোগীরা কিছুদিন ধরে ভাটারা থানা এলাকার ফুটপাতের দোকান থেকে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিল। 
 

Read Entire Article