জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করলেন তামিম

3 hours ago 4

ব্যস্ত সূচির কারণে সাম্প্রতিক সময় টাইগার ক্রিকেটাররা পার করছেন ব্যস্ত সময়। নেদারল্যান্ডস সিরিজের পরই রয়েছে এশিয়া কাপ। গুরুত্বপূর্ণ এ আসর শুরুর আগে জীবনের নতুন ইনিংস শুরু করলেন জাতীয় দলের ওপেনার তানজিদ হাসান তামিম। বৃহস্পতিবার বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। 

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন তামিম নিজেই। সহধর্মিণীর হাত ধরে থাকা অবস্থায় একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেন- ‘দুটি আত্মা, একটি হৃদয়, একসাথে চিরজীবনের পথচলা। আলহামদুলিল্লাহ, আমাদের জন্য দোয়া করবেন।’

২০২৩ সালে জাতীয় দলে অভিষেক হয় তানজিদ তামিমের। এরপরই পারফরম্যান্সের মাধ্যমে নিজেকে দলে অপরিহার্য করে তুলেন এ বাঁহাতি ওপেনার। আসন্ন এশিয়া কাপে দলের অন্যতম ভরসা হিসেবেই খেলতে নামবেন তিনি।

লাল-সবুজ জার্সিতে এখন পর্যন্ত ২৬টি ওয়ানডে খেলেছেন তামিম। চার ফিফটিতে করেছেন ৫৪৮ রান। টি-টোয়েন্টিতে বাংলাদেশের জার্সিতে ২৯ ম্যাচ খেলে তার সংগ্রহ ৬৫৫ রান। এই ফরম্যাটে ৫টি পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলেছেন তিনি।

Read Entire Article