জীবনের মোহনায়
কাল ভেসে যাব চিরতরে কালের স্রোতে,
কেউ ফিরে তাকাবে না এ জীবনের দিকে,
সবাই বলবে এটাই জীবন,
কেউ থাকে না কখনো এখানে,
কিছুদিনের জন্য মায়ার বাঁধন
একে অপরের সঙ্গে,
শুধু অজস্র ঢেউ থেকে যায় নদীর বুকে,
কূলহারা তারা—
কলকল ভাষায় বলে যায় আত্মকথা,
বুকের পাঁজরে কত কত স্মৃতি নিয়ে
দুরন্ত গতিতে ছুটে চলে মোহনায়।
কাল ভেসে যাব চিরতরে কালের স্রোতে,
কেউ ফিরে তাকাবে না এ জীবনের দিকে,
সবাই বলবে এটাই জীবন,
কেউ থাকে না কখনো এখানে,
কিছুদিনের জন্য মায়ার বাঁধন
একে অপরের সঙ্গে,
শুধু অজস্র ঢেউ থেকে যায় নদীর বুকে,
কূলহারা তারা—
কলকল ভাষায় বলে যায় আত্মকথা,
বুকের পাঁজরে কত কত স্মৃতি নিয়ে
দুরন্ত গতিতে ছুটে চলে মোহনায়।