জুড়ীতে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

মৌলভীবাজারের জুড়ীতে যথাযোগ্য মর্যাদায় দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে জুড়ী শিশু পার্ক শহিদ মিনার সংলগ্ন মাঠে একত্রিশবার তোপধ্বনির মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। তাছাড়া জুড়ী শিশু পার্ক শহিদ মিনারে পুস্পস্তবক অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। এ সময় উপজেলা প্রশাসন ও পরিষদের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করেন জুড়ী উপজেলা প্রশাসক ও জুড়ী উপজেলা নির্বাহী অফিসার মারুফ দস্তেগীর , সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা আক্তার, জুড়ী থানা প্রশাসনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করেন জুড়ী থানার অফিসার ইনচার্জ দিলীপ কান্ত নাথ, জুড়ী থানার ওসি তদন্ত মোঃ জহিরুল হক। এছাড়াও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন মৌলভীবাজার-১ বড়লেখা জুড়ী আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নাসির উদ্দিন আহমেদ মিঠু সহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদ, জুড়ী প্রেসক্লাব, ফায়ার সার্ভিস, স্বাস্থ্য বিভাগ, আনসার ভিডিবি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী-বেসরকারী প্রতিষ্টান, সামাজিক-সাংস্কৃতিক সং

জুড়ীতে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

মৌলভীবাজারের জুড়ীতে যথাযোগ্য মর্যাদায় দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে জুড়ী শিশু পার্ক শহিদ মিনার সংলগ্ন মাঠে একত্রিশবার তোপধ্বনির মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। তাছাড়া জুড়ী শিশু পার্ক শহিদ মিনারে পুস্পস্তবক অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ।

এ সময় উপজেলা প্রশাসন ও পরিষদের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করেন জুড়ী উপজেলা প্রশাসক ও জুড়ী উপজেলা নির্বাহী অফিসার মারুফ দস্তেগীর , সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা আক্তার, জুড়ী থানা প্রশাসনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করেন জুড়ী থানার অফিসার ইনচার্জ দিলীপ কান্ত নাথ, জুড়ী থানার ওসি তদন্ত মোঃ জহিরুল হক।

এছাড়াও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন মৌলভীবাজার-১ বড়লেখা জুড়ী আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নাসির উদ্দিন আহমেদ মিঠু সহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদ, জুড়ী প্রেসক্লাব, ফায়ার সার্ভিস, স্বাস্থ্য বিভাগ, আনসার ভিডিবি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী-বেসরকারী প্রতিষ্টান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

সকাল ৯টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জুড়ী কলেজ মাঠ প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন করেন জুড়ী উপজেলা প্রশাসক ও জুড়ী উপজেলা নির্বাহী অফিসার মারুফ দস্তেগীর। এসময় পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসসহ বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে সালাম গ্রহণ অনুষ্ঠিত হয়।

মহান বিজয় দিবস উপলক্ষে জুড়ী উপজেলা পরিষদ প্রাঙ্গনে চারু, কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্পপণ্যের বিজয় মেলার ফিতা কেটে উদ্বোধন করেন জুড়ী উপজেলা প্রশাসক ও জুড়ী উপজেলা নির্বাহী অফিসার মারুফ দস্তেগীর।

এদিকে দুপুর সাড়ে ১২ টায় উপজেলা পরিষদে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা দেয়া হয়। দুপুরে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এছাড়াও মসজিদে বিশেষ মোনাজাত ও মন্দিরে বিশেষ প্রার্থনার অনুষ্ঠিত হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow