তরুণ ব্যবসায়ীদের সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) চট্টগ্রামের নতুন কমিটি গঠন হয়েছে। এতে গোলাম সরোয়ার চৌধুরী প্রেসিডেন্ট এবং ইসতিয়াক আলম চৌধুরী সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার চট্টগ্রাম নগরীর চিটাগং ক্লাবের অডিটোরিয়ামে জেসিআই চট্টগ্রামের বার্ষিক সাধারণ সভায় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
জেসিআইয়ের কার্যনির্বাহী কমিটিতে রয়েছেন- আইপিএলপি মোহাম্মদ ইসমাঈল (মুন্না), নির্বাহী সহ-সভাপতি জুনায়েদ আহমেদ রাহাত, মইন উদ্দিন নাহিদ, সহ-সভাপতি মুন্তাসির আল মাহমুদ (রাহি), শাহেদ আলী সাকি, ডা. জুয়েল রহমান, আল আমিন মেহেরাজ বাপ্পি, সেক্রেটারি জেনারেল ইসতিয়াক আলম চৌধুরী, কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার ইসতিয়াক উর রহমান, স্পেশাল অ্যাসিস্টেন্ট টু প্রেসিডেন্ট সাদ বিন মুস্তাফিজ, জিএলসি ইঞ্জিনিয়ার আশরাফ বান্টি, স্ট্র্যাটেজিক প্ল্যানিং চেয়ারপারসন সাইহান হাসনাত, মিডিয়া ও পিআর চেয়ারপারসন ফারিয়া আকবর রিয়া, জেসিআই ইন বিজনেস চেয়ারপারসন শাহাব উদ্দিন চৌধুরী।
পরিচালক নিযুক্ত হয়েছেন তৈয়্যবুর রহমান জাওয়াদ, কায়সার হামিদ ফরহাদ, তাইমুর আহমেদ রিফাত, অনিক চৌধুরী, ডা. নুরুল কবির মাসুম, আফরোজা বেগম, মোহাম্মদ আনাস, মো. জিয়া উদ্দিন, সাকিব চৌধুরী, শাহেদ সাকি, আকরাম তুহিন প্রমুখ । ডিজিটাল কমিটি চেয়ার হয়েছেন ফয়সাল মাহমুদ ও ইভেন্ট কমিটি চেয়ার কাজি আমির খসরু।
এমডিআইএইচ/এএমএ/জিকেএস