জুবায়েরপন্থি বলায় সাংবাদিকের ওপর হামলা

4 weeks ago 12

টাঙ্গাইলে জুবায়েরপন্থিদের নানা দাবি নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচির লাইভ সংবাদ চলাকালে জুবায়েরপন্থি শব্দ উচ্চারণ করায় ডিবিসি নিউজের সাংবাদিকদের ওপর হামলা করেছে জুবায়েরপন্থি অনুসারীরা। 

রোববার (২২ ডিসেম্বর) বিকেল ৪টায় এ ঘটনা ঘটে। এ সময় অন্য সাংবাদিকরা এগিয়ে গেলে তাদের ওপরও হামলা করা হয়। এতে ৬ সাংবাদিক আহত হয়েছেন।

গত ১৭ ডিসেম্বর রাতে টঙ্গীর ইজতেমা ময়দানে জুবায়েরপন্থিদের ওপর হামলার ঘটনায় জড়িত টাঙ্গাইলে স্বাদপন্থিদের বিরুদ্ধে মামলা এবং বিভিন্ন মসজিদে তাদের কার্যক্রম বন্ধসহ বিভিন্ন দাবিতে আজ জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি জমা দিতে যান জুবায়েরপন্থিরা। এ সময় ডিসি ও এসপির অসৎ আচরণের প্রতিবাদ ও দাবি আদায়ের লক্ষ্যে অবস্থান কর্মসূচি পালন করেন জুবায়েরপন্থিরা। 

এ সংবাদ প্রচারের জন্য ডিবিসি নিউজে লাইভ চলাকালে রিপোর্টার সোহেল তালুকদার ‘জুবায়েরপন্থি’ বলায় তার ওপর হামলা করা হয়। পরে এ ঘটনায় অন্য সাংবাদিকরা এগিয়ে গেলে তাদের ওপরও হামলা করেন জুবায়েরপন্থিরা।

এ সময় ডিবিসি নিউজের ভিডিও জার্নালিস্ট আশিকুর রহমান, চ্যানেল টোয়েন্টি ফোর জেলা প্রতিনিধি মাসুদ রানা, চ্যানেল এসের জেলা প্রতিনিধি অলক কুমার দাস, বিডি নিউজের জেলা প্রতিনিধি মোল্লা তোফাজ্জল আহত হন।

আহত সাংবাদিকরা বলেন, এ ঘটনায় আমরা হতভম্ব। কিছু বোঝার আগেই জুবায়েরপন্থিরা সন্ত্রাসীদের মতো সাংবাদিকদের ওপর হামলা করেন। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ ও নাসির উদ্দিন।

Read Entire Article