আসামের জনপ্রিয় গায়ক জুবিন গার্গের মৃত্যু এখনো মেনে নিতে পারছেন না ভক্তরা। প্রয়াণের পর কেটে গেছে এক সপ্তাহ, কিন্তু গোটা আসামজুড়ে শোকের আবহ কাটেনি।
এদিকে জনপ্রিয় এই গায়কের মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। দু’দফা ময়নাতদন্তের পরও নিশ্চিতভাবে কিছু জানাতে পারেনি তদন্তকারী দল। এর মধ্যেই ষড়যন্ত্রের অভিযোগ উঠছে নানা মহল থেকে। ইতোমধ্যে শিল্পীর ব্যান্ডের প্রাক্তন সদস্য শেখর জ্যোতি গোস্বামীকে আটক করেছে পুলিশ। নজরে আছেন জুবিনের ঘনিষ্ঠ সহকারী সিদ্ধার্থ শর্মাও।
এ অবস্থায় আসাম সরকারের কাছে তদন্ত দ্রুত শেষ করার দাবি জানিয়েছেন গায়ক পাপন। প্রিয় বন্ধুর মৃত্যুসংবাদে মুম্বাই থেকে ছুটে গিয়ে শেষকৃত্যে অংশ নেন তিনি। সেই সময় বারবার আবেগপ্রবণ হয়ে পড়তে দেখা যায় তাকে।
জুবিনকে স্মরণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পাপন লিখেছেন, ‘তোমার কথা খুব মনে পড়ছে ভাই। যেখানেই থাকো, ভালো থেকো।’ একই সঙ্গে তিনি আসাম সরকারের কাছে দ্রুত তদন্ত শেষ করার অনুরোধ জানান। তার ভাষায়, ‘দ্রুত তদন্তের অনুরোধ জানাচ্ছি। আমরা যে উত্তরগুলো খুঁজছি, সেগুলো যেন তাড়াতাড়ি পাই।’
সূত্র : আনন্দবাজার পত্রিকা