জুম টিভির অফিসে নিরাপত্তা বাহিনীর অভিযান
ইরাকের কুর্দিস্তান অঞ্চলের সুলায়মানিয়াহ শহরে স্থানীয় টেলিভিশন চ্যানেল জুম টিভিতে নিরাপত্তা বাহিনীর অভিযান ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।
মেট্রো সেন্টার ফর জার্নালিস্টস রাইটস জানিয়েছে, ২২ আগস্ট নিরাপত্তা বাহিনী জুম টিভির কার্যালয়ে হানা দেয়, সম্প্রচার সরঞ্জাম জব্দ করে এবং এখনও দপ্তরে অবস্থান করছে। এর ফলে চ্যানেলটির সম্প্রচার বন্ধ হয়ে গেছে।
সংস্থাটি কুর্দিস্তান প্যাট্রিওটিক ইউনিয়নের নেতা বাফেল তালাবানিকে টিভি চ্যানেলটি দ্রুত কর্মীদের হাতে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন।
জুম টিভি কুর্দিস্তান পিপলস ফ্রন্ট নেতা লাহুর শেখ জঙ্গির সঙ্গে সম্পৃক্ত। এর আগে ২০২১ সালে একইভাবে আইপ্লাস টিভি নামে আরেকটি চ্যানেল বাজেয়াপ্ত করা হয়েছিল।
চ্যানেলটির পরিচালক হেমন মাহমুদ অবিলম্বে দপ্তর ও সরঞ্জাম ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন।
ঘটনার পেছনে সাম্প্রতিক উত্তেজনা রয়েছে। সম্প্রতি নিরাপত্তা বাহিনী সুলায়মানিয়াহ প্রদেশে কুর্দিস্তান পিপলস ফ্রন্টের সদর দপ্তর এবং লাহুর শেখ জঙ্গির বাড়ির নিয়ন্ত্রণ নেয়। সূত্র : শাফাক নিউজ