জুরাইন রণক্ষেত্র, অবরোধকারীদের কয়েকজন আটক

1 month ago 28

রাজধানীর জুরাইনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে ব্যাটারিচালিত রিকশাচালকদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয়েছে জুরাইন এলাকা।

শুক্রবার (২২ নভেম্বর) দুপুরের দিকে এ ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শুক্রবার সকালে রেলপথ অবরোধ করে রাখেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকরা। পরে সেখান থেকে সড়কে চলে আসেন তারা। এতে ট্রেনের পাশাপাশি সড়কে যান চলাচলও বন্ধ হয়ে যায়। অন্যদিকে অবরোধে আতঙ্কিত হয়ে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে বাধ্য হন মালিকরা। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ সময় অবরোধের কারণে নারায়ণগঞ্জ কমিউটার নামের একটি ট্রেন সেখানে আটকা পড়ে। আর নকশীকাঁথা কমিউটার নামে একটি ট্রেন ঢাকা ছাড়তে পারছে না। চালকদের অবরোধে আপাতত ঢাকা–নারায়ণগঞ্জ ও ঢাকা-মাওয়া-পদ্মাসেতু রেল চলাচল বন্ধ রয়েছে।

দুপুর ১টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যাটারিচালিত রিকশাচালকদের সরিয়ে দিতে এলে তাদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এ সময় পুলিশ সদস্যরা বেশ কয়েক রাউন্ড টিয়ার শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এক পর্যায়ে সড়ক থেকে পিছু হটে অবরোধকারীরা। স্বাভাবিক হয় সড়কে যান চলাচল। তবে এখনো শুরু হয়নি ট্রেন চলাচল।

পুলিশ জানায়, রেললাইনের আশপাশে তল্লাশি চালিয়ে কয়েকজনকে আটক করা হয়েছে। ব্যাটারিচালিত রিকশাচালকদের আন্দোলনে ছদ্মবেশে তৃতীয়পক্ষ প্রবেশ করেছে কিনা তা জানতে আটকদের জিজ্ঞাসাবাদ করা হবে। 

Read Entire Article