জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারকে আম উপহার দিতে চান মামুন

2 months ago 5

জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারকে ১০ কেজি করে আম উপহার দিতে চান চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের বাসিন্দা আমচাষি হাসনাত মামুন।

শনিবার (৫ জুলাই) নিজের ফেসবুক পেজে এ ঘোষণা দেন তিনি।

ফেসবুকে আমচাষি হাসনাত মামুন লিখেছেন, ‌‘এ বছর আমরা আম নিয়ে বেশ ব্যস্ত ও ক্লান্ত। বাট গতবছর এই মাসেই অধিকার আদায় করতে গিয়ে কত টগবগে তরুণ তার জীবন উৎসর্গ করেছেন আমাদের জন্য। তাদের বাবা-মা হয়তো এখনো শোকে কাতর। সেসব ভাইবোনদের মধ্যে জুলাই আন্দোলনে শহীদ ১০ পরিবারের জন্য আমার এর পক্ষ থেকে আম উপহার দেওয়া হবে। শহীদ পরিবারের ঠিকানা কারও জানা থাকলে অবশ্যই ইনবক্স করার অনুরোধ রইলো।’

জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারকে আম উপহার দিতে চান মামুন

এ বিষয়ে হাসনাত মামুন জাগো নিউজকে বলেন, ‘জুলাই বিপ্লবে শহীদদের জন্য আমার প্রাণ কাঁদে। কিন্তু আমার তেমন কিছু নেই। আমের ব্যবসা করি। তাই ইচ্ছা হলো জুলাই বিপ্লবে শহীদদের পরিবারকে আম দিয়ে তাদের কষ্ট ভাগাভাগি করে নিই।’

তিনি বলেন, ‘এখন পর্যন্ত তিন শহীদ পরিবারের নাম-ঠিকানা পেয়েছি। আরও সাত পরিবারের নাম-ঠিকানা নিয়ে একসঙ্গে ১০ পরিবারকে ফজলি আম পাঠাবো।’

‘জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের অনেকের পরিবার সচ্ছল না, স্বাবলম্বী না। তাই আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে’, যোগ করেন হাসনাত মামুন।

সোহান মাহমুদ/এসআর/এএসএম

Read Entire Article