জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সম্মানজনক পুনর্বাসন হওয়া উচিত

1 month ago 8

জুলাই গণঅভ্যুত্থানে আহতরা তাদের শরীরে ও মননে অভ্যুত্থানকে বয়ে বেড়াচ্ছেন। এজন্য জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সম্মানজনক পুনর্বাসন হওয়া উচিত বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।

সোমবার (৪ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের জন্য তিন দিনব্যাপী বেসিক জার্নালিজম ট্রেনিংয়ের সমাপনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ট্রেনিং আয়োজন করে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)।

গণঅভ্যুত্থানে আহতদের প্রথাগত পুনর্বাসন-ব্যবস্থা থেকে বের হতে হবে উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, যদি আহতদের যে কোনো বিষয়ে প্রশিক্ষিত করা যায়, তাহলে তারা জাতি গঠনে দীর্ঘমেয়াদে ভূমিকা রাখতে পারবেন। এর মাধ্যমে তারা সমাজেও সম্মানিত হবেন।

জুলাই গণঅভ্যুত্থানে আহতদের জন্য সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, এ প্রশিক্ষণের মাধ্যমে তারা সমাজে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখতে পারবেন। উপদেষ্টা জানান, সরকারের উদ্যোগে এক হাজারের অধিক আহতকে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হবে।

মাহফুজ আলম আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী প্রত্যেকেই দেশের জন্য রিজার্ভ ফোর্স। এসময় তিনি গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দেশ গড়ার কাজে মনোনিবেশ করার আহ্বান জানান।

বেসিক জার্নালিজম ট্রেনিংয়ে অংশগ্রহণকারী আহত শিক্ষার্থীরা জানান, তারা দেশের জন্য কাজ করতে আগ্রহী। এজন্য তাদের দক্ষতা উন্নয়ন প্রয়োজন। দক্ষতা উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দিতে তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

সমাপনী অনুষ্ঠানে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের মহাপরিচালক ফারুক ওয়াসিফ ও ইনস্টিটিউটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরএমএম/কেএসআর

Read Entire Article