জুলাই ঘোষণাপত্র হবে দুই-তিন পৃষ্ঠার: মাহফুজ আলম

10 hours ago 6

জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র দুই থেকে তিন পৃষ্ঠার হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।

তিনি জানান, এটি জাতীয় গুরুত্বপূর্ণ একটি ইস্যু ও গণঅভ্যুত্থানের একটি দলিল। আগামী বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠকে ঐকমত্যের ভিত্তিতে এটি চূড়ান্ত করা হবে। এর আগ পর্যন্ত বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল সময় নিতেই পারে। কিন্তু সময়টা যাতে এমন না হয় যাতে করে অন্যদের মধ্যে এ নিয়ে উত্তেজনা অথবা এক ধরনের সংশয় তৈরি হয়।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

মাহফুজ আলম বলেন, জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করতে সবাইকে এক ধরনের সংযমের দিকে যেতে হবে। শিক্ষার্থীদের পক্ষ থেকে ঘোষণাপত্র জারির সিদ্ধান্ত চূড়ান্ত করার বিষয়ে আগামীকাল ১৫ জানুয়ারি ডেটলাইন রয়েছে। আগামীকাল তা দিতে পারছি না। ফলে এক প্রকার চাপের মধ্যে রয়েছি।

বিএনপিসহ অন্যান্য দলগুলো খসড়া ঘোষণাপত্র পর্যালোচনা করে বিশেষজ্ঞদের মতামত নিয়ে বৃহস্পতিবার বৈঠকে বসবে। এরপর তা চূড়ান্ত করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এমইউ/কেএসআর

Read Entire Article