‘জুলাই বার্তাবীর’ সম্মাননা পেলেন কালবেলার আমজাদ
আগ্রাসনবিরোধী আন্দোলনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে সাহসী সাংবাদিকতার স্বীকৃতি স্বরূপ ‘জুলাই বার্তাবীর’ সম্মাননা স্মারক পেয়েছেন দৈনিক কালবেলা পত্রিকার নিজস্ব প্রতিবেদক আমজাদ হোসেন হৃদয়। বুধবার (৭ জানুয়ারি) আগ্রাসনবিরোধী আন্দোলনের উদ্যোগে ও জেএএম সংস্থার সহযোগিতায় রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে (আইডিইবি) স্মারক ক্রেস্ট ও চেক বিতরণ করা হয়। বিভিন্ন গণমাধ্যমের ১০২ সাংবাদিককে এই পুরস্কার দেওয়া হয়। একই অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারকেও বিশেষ সম্মাননা প্রদান করা হয়। আমজাদ হোসেন হৃদয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন সময় তিনি দেশ রূপান্তর পত্রিকার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ছিলেন। জুলাইয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে আহত এবং আওয়ামী লীগের এক কাউন্সিলর কর্তৃক হেনস্তার শিকার হয়েছিলেন তিনি। জুলাইয়ে সাহসিকতার পাশাপাশি সর্বোচ্চ ও গুরুত্বপূর্ণ নিউজ সরবরাহের জন্য দেশ রূপান্তর পত্রিকার ২০২৪ সালের জুলাই মাসের সেরা রিপোর্টারও হয়েছিলেন আমজাদ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পুরস্কার
আগ্রাসনবিরোধী আন্দোলনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে সাহসী সাংবাদিকতার স্বীকৃতি স্বরূপ ‘জুলাই বার্তাবীর’ সম্মাননা স্মারক পেয়েছেন দৈনিক কালবেলা পত্রিকার নিজস্ব প্রতিবেদক আমজাদ হোসেন হৃদয়।
বুধবার (৭ জানুয়ারি) আগ্রাসনবিরোধী আন্দোলনের উদ্যোগে ও জেএএম সংস্থার সহযোগিতায় রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে (আইডিইবি) স্মারক ক্রেস্ট ও চেক বিতরণ করা হয়।
বিভিন্ন গণমাধ্যমের ১০২ সাংবাদিককে এই পুরস্কার দেওয়া হয়। একই অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারকেও বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
আমজাদ হোসেন হৃদয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন সময় তিনি দেশ রূপান্তর পত্রিকার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ছিলেন। জুলাইয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে আহত এবং আওয়ামী লীগের এক কাউন্সিলর কর্তৃক হেনস্তার শিকার হয়েছিলেন তিনি। জুলাইয়ে সাহসিকতার পাশাপাশি সর্বোচ্চ ও গুরুত্বপূর্ণ নিউজ সরবরাহের জন্য দেশ রূপান্তর পত্রিকার ২০২৪ সালের জুলাই মাসের সেরা রিপোর্টারও হয়েছিলেন আমজাদ।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পুরস্কার পাওয়া অন্য সাংবাদিকরা হলেন- দৈনিক যুগান্তরের ঢাবি প্রতিনিধি ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহাদী হাসান, বাংলাদেশ সংবাদ সংস্থার তাউসিফুল ইসলাম, দেশ রূপান্তরের ঢাবি প্রতিনিধি খালিদ হাসান, বাসসের ঢাবি প্রতিনিধি আফজাল হোসেন তানভীর, মানবজমিনের ঢাবি প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ, চ্যানেল টুয়েন্টিফোরের ঢাবি প্রতিনিধি বোরহান উদ্দিন, নিউজ বাংলা টুয়েন্টিফোরের সাবেক ঢাবি প্রতিনিধি মনিরুল ইসলাম, আমার দেশের ঢাবি প্রতিনিধি মাহির কাইয়ুম, বাংলাদেশ প্রতিদিনের ঢাবি প্রতিনিধি ছাব্বিরুল ইসলাম, দৈনিক ইনকিলাবের সাবেক প্রতিনিধি রাহাদ হোসেন ও দৈনিক নয়া দিগন্তের ঢাবি প্রতিনিধি হারুন ইসলাম।
What's Your Reaction?