জুলাই বিপ্লব কারো একার কৃতিত্ব নয়: জাহিদুল ইসলাম
জুলাই বিপ্লব সবার, এটি কারো একার কৃতিত্ব নয়। কিছু গোষ্ঠী একক দাবি করার চেষ্টা করছে। আমি জুলাই আন্দোলনের একজন কর্মী ছিলাম, সাধ্যমতো চেষ্টা করেছি। জুলাইয়ে সকলের অবদান ছিল, ঢাকার যেমন অবদান ছিল তেমনই রাজশাহী, রাজবাড়ীসহ সকলের প্রচেষ্টায় এই বিপ্লব সংঘটিত হয়েছিল। শিক্ষার্থী থেকে শুরু করে রিকশা চালক, আবালবৃদ্ধবণিতা, নারী-শিশুরা, আমাদের মায়েদের অবদানের ফসল জুলাই আন্দোলন। আজ একটি গোষ্ঠী জুলাই আন্দোলনে একক কৃতিত্ব নেওয়ার অপচেষ্টা করে জুলাই বিপ্লবকে ছোট করার চেষ্টা করছে।আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে একটি দল ভোটারদের কাছে না গিয়ে পেশিশক্তির প্রভাব আর ভারতের তাঁবেদারি করে রাষ্ট্রক্ষমতায় আসার নীল নকশায় ব্যস্ত রয়েছে। আপনাদের পবিত্র আমানত ভোট যোগ্য প্রার্থীকে দেবেন। কেউ ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে তা প্রতিহত করা আপনার কর্তব্য। আপনারা তা প্রতিহত করবেন। আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ। যারা শহীদ হাদী হত্যার বিচার চায় না, আমরা তাদের দেখতে চাই। শহীদ হাদীর রেখে যাওয়া কাজ আমরা এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ।রাজবাড়ীর পাংশায় ছাত্রশিবিরের সাবেক দায়িত্বশীলদের নিয়ে প্রীতি সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসে
জুলাই বিপ্লব সবার, এটি কারো একার কৃতিত্ব নয়। কিছু গোষ্ঠী একক দাবি করার চেষ্টা করছে। আমি জুলাই আন্দোলনের একজন কর্মী ছিলাম, সাধ্যমতো চেষ্টা করেছি। জুলাইয়ে সকলের অবদান ছিল, ঢাকার যেমন অবদান ছিল তেমনই রাজশাহী, রাজবাড়ীসহ সকলের প্রচেষ্টায় এই বিপ্লব সংঘটিত হয়েছিল। শিক্ষার্থী থেকে শুরু করে রিকশা চালক, আবালবৃদ্ধবণিতা, নারী-শিশুরা, আমাদের মায়েদের অবদানের ফসল জুলাই আন্দোলন। আজ একটি গোষ্ঠী জুলাই আন্দোলনে একক কৃতিত্ব নেওয়ার অপচেষ্টা করে জুলাই বিপ্লবকে ছোট করার চেষ্টা করছে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে একটি দল ভোটারদের কাছে না গিয়ে পেশিশক্তির প্রভাব আর ভারতের তাঁবেদারি করে রাষ্ট্রক্ষমতায় আসার নীল নকশায় ব্যস্ত রয়েছে। আপনাদের পবিত্র আমানত ভোট যোগ্য প্রার্থীকে দেবেন। কেউ ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে তা প্রতিহত করা আপনার কর্তব্য। আপনারা তা প্রতিহত করবেন। আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ। যারা শহীদ হাদী হত্যার বিচার চায় না, আমরা তাদের দেখতে চাই। শহীদ হাদীর রেখে যাওয়া কাজ আমরা এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ।
রাজবাড়ীর পাংশায় ছাত্রশিবিরের সাবেক দায়িত্বশীলদের নিয়ে প্রীতি সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সদ্য সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুল ইসলাম এসব কথা বলেন।
শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ১১টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী পাংশা উপজেলা শাখার আয়োজনে কাজী আব্দুল মাজেদ একাডেমি প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পাংশা উপজেলা জামায়াতের আমির সুলতান মাহমুদের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর অঞ্চল টিম সদস্য শামসুল ইসলাম আল বরাটি, রাজবাড়ী জেলা জামায়াতের আমির ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট নুরুল ইসলাম, রাজবাড়ী-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোহাম্মদ হারুন অর রশীদ, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক মো. জামাল উদ্দিন, রাজবাড়ী জেলা নায়েবে আমির হাসমত আলী হাওলাদার, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক সোহেল রানা মিঠু, রাজবাড়ী ফোরামের সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার মো. রইচ উদ্দিন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সহ প্রকাশনা সম্পাদক মো. মহিউদ্দিন মধু, ইসলামী ছাত্রশিবিরের রাজবাড়ী জেলা সভাপতি মো. আবু তাহের, পাংশা পৌর আমির কাজী ফরহাদ জামিল, বালিয়াকান্দি উপজেলা আমির মো. আ. হাই-জোয়াদ্দার প্রমুখ।
এ সময় পাংশা উপজেলা ও পৌর, কালুখালি, বালিয়াকান্দি উপজেলা জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের সকল পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
What's Your Reaction?