জুলাই বিপ্লবের কৃতিত্ব কাদের, জানালেন ফখরুল

7 hours ago 9
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার ঘটনায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে কাদের কৃতিত্ব বেশি, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চলছে কথার লড়াই। নানাজন এ বিষয়ে বিভিন্ন পোস্টে বিতর্ক করছে। তাদের একজন অন্যজনকে এই বিপ্লবের ‘মাস্টামাইন্ড’ হিসেবে তুলে ধরছেন। আবার কেউবা এতে দ্বিমত পোষণ করে পাল্টা পোস্ট দিচ্ছেন। উপস্থাপন করছেন গণঅভ্যুত্থানসংশ্লিষ্ট বিভিন্ন তথ্য। গতকাল এ-সংক্রান্ত একটি পোস্ট করেছেন সাংবাদিক জুলকারনাইন সায়ের খান। তার পোস্টটি শেয়ার করে অনেকেই পক্ষে-বিপক্ষে মত দিয়েছেন। এবার এ নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করে ফখরুল লেখেন, ‘একাত্তরের স্বাধীনতার মতো জুলাই বিপ্লবও এক দিনে আসেনি।’ পোস্টে মির্জা ফখরুল আরও লেখেন, ‘১৯৭১ সালে স্বাধীন হওয়া এক দিনে ঘটেনি। মিলিয়ন মিলিয়ন মানুষ মারা গিয়েছিল অথবা আহত হয়েছিল এবং অসংখ্য মানুষ আমাদের স্বাধীনতার জন্য লড়াই করেছে। তাই আমরা এটি অর্জন করেছি। কৃতিত্ব সবার।’ তিনি আরও বলেন, ‘হাসিনার পতন এক দিনে ঘটেনি। এর পেছনে অনেক বছরের ত্যাগ ও সংগ্রাম আছে। হাজার হাজার মানুষ মারা গেছেন, আহত হয়েছেন, অপহৃত হয়েছেন মুক্তির জন্য। এর ফলস্বরূপ, ২০২৪ সালে ৫ আগস্টে হাসিনা পালিয়ে গিয়েছিলেন।’ কৃতিত্ব সবার : ছাত্র, সাধারণ মানুষ, ডাক্তার, রিকশাচালক, বিক্রেতা, সাংবাদিক, ব্যবসায়ী, শিক্ষক, পেশাদার, প্রবাসীরা, আমাদের বিদেশি বন্ধু, শিশু, প্রতিরক্ষা কর্মকর্তারা এবং অবশ্যই রাজনীতিবিদরা।’ নিজের দলের ও নেতাকর্মীদের বিষয়ে ফখরুল লেখেন, ‘আমরা, বিএনপির নেতাকর্মীরা, সব সময় বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের জনগণের সঙ্গে ছিলাম এবং থাকব। চলুন, আমাদের এই ইতিহাস দৃঢ়তা, সততা এবং সত্যের সঙ্গে লিখি। এখন, আমাদের দেশের পুনর্গঠনের দিকে মনোনিবেশ করি। সবার আগে বাংলাদেশ! বাংলাদেশ জিন্দাবাদ!’
Read Entire Article